নবাবেরবাগে চলন্ত বাসে আগুন, তুরাগ নদীতে পলায়নের সময় এক ব্যক্তির মৃত্যু,অগ্নিসংযোগে জড়িত সন্দেহে রুদ্র মাহমুদ নাহিয়ান নামে একজনকে আটক করেছে শাহআলী থানা পুলিশ
রাজধানীর নবাবেরবাগ উত্তরপাড়ায় বৃহস্পতিবার রাতে একটি চলন্ত বাসে অগ্নিসংযোগের পর তুরাগ নদী দিয়ে পালানোর সময় অজ্ঞাতনামা এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ঘটনার পরপরই শাহআলী থানা পুলিশ দ্রুত অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে রুদ্র মাহমুদ নাহিয়ান নামে এক ব্যক্তিকে আটক করেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, রাত সাড়ে ১০টার দিকে নবাবেরবাগ এলাকায় হঠাৎ করে একটি বাসে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। এ সময় চারদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনাস্থল থেকে পালানোর সময় এক ব্যক্তি নদীতে ঝাঁপ দিলে তিনি আর ফিরে আসেননি।
খবর পেয়ে শাহআলী থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে এবং নদী থেকে মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
শাহআলী থানার দায়িত্বরত কর্মকর্তা জানান, “ঘটনায় জড়িত সন্দেহে রুদ্র মাহমুদ নাহিয়ানকে আটক করা হয়েছে। অগ্নিসংযোগ ও মৃত্যুর ঘটনা তদন্তাধীন রয়েছে।”
পুলিশ বলছে, ঘটনার সঙ্গে আর কেউ জড়িত আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে।
উপদেষ্টা ড. সরকার মো.আবুল কালাম আজাদ। সম্পাদক : সরকার মো. আব্দুল মা'বুদ জীবন। প্রকাশক : মোছা. বর্না খাতুন। নির্বাহী সম্পাদক : টুটুল হুমায়ুন। ঠিকানা : বাড়ী, নীল অপরাজিতা, ২১৯/৪- ক দক্ষিণ পীরেরবাগ, আগারগাঁও ঢাকা, যোগাযোগ : +৮৮০১৮১৪৯৯০৫৪৬, ইমেইল : smjiboneditor@gmail.com
© All rights reserved © NagorikKontho