দিনাজপুর-৬ আসনে ডা. এ জেড এম জাহিদ হোসেনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত
দিনাজপুর-৬ আসনের জনসাধারণের জন্য ব্যাপক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বিশিষ্ট চিকিৎসক ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ডা. এ জেড এম জাহিদ হাসানের উদ্যোগে একযোগে চারটি স্থানে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বিরামপুর, নবাবগঞ্জ, হাকিমপুর ও ঘোড়াঘাট এই চারটি উপজেলায় একই দিনে ক্যাম্প পরিচালনা করা হয়।
দিনব্যাপী আয়োজিত এসব ক্যাম্পে বিভিন্ন বয়সের হাজারো মানুষ বিনামূল্যে চিকিৎসাসেবা গ্রহণ করেন। পাশাপাশি রোগীদের মাঝে প্রয়োজনীয় ওষুধও বিনামূল্যে সরবরাহ করা হয়। অভিজ্ঞ চিকিৎসক দলের নেতৃত্বে স্বাস্থ্যপরামর্শ, প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষা এবং প্রয়োজনীয় চিকিৎসা প্রদান করা হয়েছে।
ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, “মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। সাধারণ মানুষের কষ্ট কমানোই আমাদের মূল লক্ষ্য।”
স্থানীয়দের অনেকে এমন উদ্যোগকে স্বাগত জানান, এ ধরনের কার্যক্রম তাদের জন্য অত্যন্ত সহায়ক এবং মানবিক উদ্যোগ।
দিনাজপুর-৬ আসনের চার উপজেলায় একই দিনে সফলভাবে এ চিকিৎসা ক্যাম্প সম্পন্ন হওয়ায় এলাকাজুড়ে প্রশংসার জোয়ার বইছে।
উপদেষ্টা ড. সরকার মো.আবুল কালাম আজাদ। সম্পাদক : সরকার মো. আব্দুল মা'বুদ জীবন। প্রকাশক : মোছা. বর্না খাতুন। নির্বাহী সম্পাদক : টুটুল হুমায়ুন। ঠিকানা : বাড়ী, নীল অপরাজিতা, ২১৯/৪- ক দক্ষিণ পীরেরবাগ, আগারগাঁও ঢাকা, যোগাযোগ : +৮৮০১৮১৪৯৯০৫৪৬, ইমেইল : smjiboneditor@gmail.com
© All rights reserved © NagorikKontho