যশোর-৬ (কেশবপুর) সংসদীয় আসনে বিএনপির মনোনীত প্রার্থী, কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও ছাত্রদলের সাবেক সভাপতি রওনকুল ইসলাম শ্রাবণ গণসংযোগের সময় কৃষকের ধান কেটে সহায়তা করেছেন। রবিবার (১৬ নভেম্বর) দুপুরে উপজেলার কেশবপুর সদর ইউনিয়নের খতিয়াখালী গ্রামের বিলে এ ঘটনা ঘটে।
গণসংযোগ চলাকালে তিনি দেখতে পান কৃষক আশুতোষ দাস একা ধান কাটছেন। তখনই শ্রাবণ ধান কাটার কোদাল হাতে নিয়ে মাঠে নেমে পড়েন এবং কৃষকের পাকা ধান কেটে দেন। তার এ মানবিক উদ্যোগে বিলের অন্যান্য কৃষকরাও হাত নেড়ে শুভেচ্ছা জানান।
কেশবপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সহ-সভাপতি অধ্যাপক আলাউদ্দীন বলেন,
“গণসংযোগে বেরিয়ে তিনি যখন কৃষকের কষ্ট দেখলেন, তখনই সাহায্যের হাত বাড়িয়ে দেন। এ দৃশ্য দেখে এলাকার মানুষ উচ্ছ্বসিত।”
কৃষক আশুতোষ দাস আনন্দ প্রকাশ করে বলেন,
“আমি ধান কাটছিলাম। হঠাৎ শ্রাবণ ভাই এসে আমার ধান কেটে দিলেন। এতে আমি খুব খুশি হয়েছি। আল্লাহ তাকে ভালো করুক, নির্বাচনে যেন জয়ী হয় এই দোয়া করি।”
গণসংযোগে বিএনপি ও অঙ্গ সংগঠনের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। মাঠে ধান কাটার এই দৃশ্যটি এলাকাজুড়ে আলোচনার জন্ম দিয়েছে।
উপদেষ্টা ড. সরকার মো.আবুল কালাম আজাদ। সম্পাদক : সরকার মো. আব্দুল মা'বুদ জীবন। প্রকাশক : মোছা. বর্না খাতুন। নির্বাহী সম্পাদক : টুটুল হুমায়ুন। ঠিকানা : বাড়ী, নীল অপরাজিতা, ২১৯/৪- ক দক্ষিণ পীরেরবাগ, আগারগাঁও ঢাকা, যোগাযোগ : +৮৮০১৮১৪৯৯০৫৪৬, ইমেইল : smjiboneditor@gmail.com
© All rights reserved © NagorikKontho