দুই বোনের সম্পর্ক, আবেগ ও জীবনের গল্পকে কেন্দ্র করে বিশেষ একটি গানে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী শাহনাজ রহমান স্বীকৃতি ও মমতাজ রহমান লাবনী। বাস্তব জীবনেও তারা আপন দুই বোন এবং সংগীতজগতে সমানভাবে প্রতিষ্ঠিত।
প্রায় তিন দশক ধরে বেতার, টেলিভিশন ও চলচ্চিত্রে নিয়মিত গান করে আসছেন স্বীকৃতি। পেয়েছেন বহু জনপ্রিয়তা ও স্বীকৃতি। বড় বোনের পথ ধরেই সংগীতাঙ্গনে আসে লাবনী; তিনিও বেতার, টেলিভিশনসহ চলচ্চিত্রের জন্য নিয়মিত গান করছেন।
বোনের প্রতি ভালোবাসা আর বন্ধনের গল্পকে ধরে গানটির কথা লিখেছেন লুৎফর হাসান। সুর ও সংগীতায়োজন করেছেন শান সায়েক।
গানটি নিয়ে স্বীকৃতি বলেন, “লাবনী আমার আদরের ছোট বোন। আমরা দু’জনই সংগীতজগতে কাজ করি, তাই অনেকদিন থেকেই চেয়েছিলাম একসঙ্গে কোনো গানে কণ্ঠ দিতে। অবশেষে সেই ইচ্ছে পূরণ হলো। লুৎফর হাসান অসাধারণ লিখেছেন, আর শান সায়েক সুর ও সংগীতে দারুণভাবে তা ফুটিয়ে তুলেছেন। আশা করি গানটি শ্রোতাদের মনে জায়গা করে নেবে।”
খুব শিগগিরই গানটির মিউজিক ভিডিও প্রকাশ পাবে বলেও জানিয়েছেন শাহনাজ রহমান স্বীকৃতি।
উপদেষ্টা ড. সরকার মো.আবুল কালাম আজাদ। সম্পাদক : সরকার মো. আব্দুল মা'বুদ জীবন। প্রকাশক : মোছা. বর্না খাতুন। নির্বাহী সম্পাদক : টুটুল হুমায়ুন। ঠিকানা : বাড়ী, নীল অপরাজিতা, ২১৯/৪- ক দক্ষিণ পীরেরবাগ, আগারগাঁও ঢাকা, যোগাযোগ : +৮৮০১৮১৪৯৯০৫৪৬, ইমেইল : smjiboneditor@gmail.com
© All rights reserved © NagorikKontho