২২ বছর পর ভারতের বিপক্ষে ঐতিহাসিক জয়: বাংলাদেশের ফুটবলে নতুন স্বপ্নের দিগন্ত -তারেক রহমানের প্রতিক্রিয়া
ফুটবলে দীর্ঘ ২২ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে ভারতের বিরুদ্ধে বাংলাদেশের ঐতিহাসিক জয়ে দেশজুড়ে আনন্দের জোয়ার নেমেছে। আজকের এই জয়ের পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তার ফেসবুক ওয়ালে গভীর প্রশংসা ও অনুপ্রেরণামূলক বার্তা প্রকাশ করেন। তিনি বলেন, “২২ বছর পর ভারতের বিরুদ্ধে আজকের বিজয় আমাদের আবারও স্মরণ করিয়ে দিল যে শৃঙ্খলা, ঐক্য ও আত্মবিশ্বাস থাকলে যেকোনো অসম্ভবকেই সম্ভব করা যায়। মোরসালিনের প্রাথমিক গোল এবং দলের অদম্য লড়াই কোটি মানুষের হৃদয়ে নতুন করে আশার আলো জ্বালিয়েছে।
বাংলাদেশের ফুটবলাররা শুধু মাঠের যোদ্ধা নন—তারা আমাদের তরুণ প্রজন্মের জন্য অনুপ্রেরণা, দেশের ক্রীড়াসংস্কৃতির প্রকৃত দূত। এ দেশের প্রতিভা যখন সমর্থন ও সঠিক পরিচর্যা পায়, তখন লাল-সবুজের পতাকা আরও উঁচুতে ওড়ে।আমি বিশ্বাস করি, এই জয় আমাদের ক্রীড়াঙ্গনে নতুন সম্ভাবনার দ্বার খুলে দেবে। সামনে আরও উজ্জ্বল ভবিষ্যৎ অপেক্ষা করছে বাংলাদেশি ক্রীড়ার জন্য।”
তারেক রহমানের এই প্রতিক্রিয়া ফুটবলপ্রেমী ও তরুণদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। অনেকেই মনে করছেন, এই ঐতিহাসিক জয় দেশের ক্রীড়া অঙ্গনকে আরও শক্তিশালী করার জন্য নতুন উদ্দীপনা যোগাবে।
উপদেষ্টা ড. সরকার মো.আবুল কালাম আজাদ। সম্পাদক : সরকার মো. আব্দুল মা'বুদ জীবন। প্রকাশক : মোছা. বর্না খাতুন। নির্বাহী সম্পাদক : টুটুল হুমায়ুন। ঠিকানা : বাড়ী, নীল অপরাজিতা, ২১৯/৪- ক দক্ষিণ পীরেরবাগ, আগারগাঁও ঢাকা, যোগাযোগ : +৮৮০১৮১৪৯৯০৫৪৬, ইমেইল : smjiboneditor@gmail.com
© All rights reserved © NagorikKontho