রাজধানীর মিরপুরে পল্লবী থানা যুবদলের সদস্য সচিব গোলাম কিবরিয়ার মর্মান্তিক হত্যাকাণ্ডকে ঘিরে উত্তাল হয়ে উঠেছে রাজধানীর রাজনৈতিক অঙ্গন। এই নৃশংস হত্যার প্রতিবাদে আজ বৃহস্পতিবার (২০ নভেম্বর ২০২৫) দুপুর ৩টায় ঢাকা মহানগর উত্তর যুবদল এক বিক্ষোভ মিছিল আয়োজন করে।মিছিলের নেতৃত্ব দেন ঢাকা মহানগর উত্তর যুবদলের আহবায়ক শরিফ উদ্দিন জুয়েল ও সদস্য সচিব সাজ্জাদুল মিরাজ।
উক্ত বিক্ষোভ মিছিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত- ছিলেন, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক জাতীয়তাবাদী দল বিএনপি'র কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক জনাব আমিনুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও নুরুল ইসলাম নয়ন।
বক্তারা বলেন, গোলাম কিবরিয়ার মৃত্যু কেবল একটি রাজনৈতিক সংগঠনের ক্ষতি নয় এটি দেশের সামগ্রিক রাজনৈতিক নিরাপত্তাহীনতার গভীর সংকেত। তরুণ নেতৃত্ব যখন এভাবে হামলা বা গুলির ঘটনায় প্রাণ হারায়, তখন রাজনৈতিক পরিবেশ ভয়ের সংস্কৃতির দিকে ধাবিত হয়, যা গণতান্ত্রিক কাঠামোর জন্য উদ্বেগজনক।
ঢাকা মহানগর উত্তর যুবদলের সদস্য সচিব সাজ্জাদুল মিরাজ বলেন,“রাজনীতিতে মতপার্থক্য স্বাভাবিক, কিন্তু কোনো মতবিরোধ মানুষের প্রাণহানির কারণ হতে পারে না। কিবরিয়ার নির্মম হত্যাকাণ্ড রাজনৈতিক সহিংসতার এক ভয়াবহ উদাহরণ, যা আমাদের রাজনীতির জন্য অশনি সংকেত।”
তিনি আরও বলেন, গোলাম কিবরিয়ার হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। এটি শুধু যুবদল বা বিএনপির দাবি নয় এটি সমাজ ও রাষ্ট্রের ন্যায়বিচারের দাবি।
বক্তারা সতর্ক করে বলেন, যদি রাজনৈতিক প্রতিপক্ষকে নিস্তেজ করতে হত্যাকাণ্ডগুলো হাতিয়ার হিসেবে ব্যবহৃত হয়, তবে আগামী প্রজন্ম রাজনীতি থেকে মুখ ফিরিয়ে নেবে, সক্রিয় অংশগ্রহণকে ঝুঁকি হিসেবে দেখবে। এতে দেশের নেতৃত্বগঠন প্রক্রিয়া বাধাগ্রস্ত হবে।
গোলাম কিবরিয়ার মৃত্যু তাই শুধু একটি পরিবার বা একটি সংগঠনের ক্ষতি নয় এটি বাংলাদেশের সামগ্রিক রাজনৈতিক পরিবেশের জন্য একটি উদ্বেগজনক বার্তা। দ্রুত বিচার নিশ্চিত করা এবং রাজনৈতিক নিরাপত্তা জোরদার করাই এখন সময়ের দাবি।
উপদেষ্টা ড. সরকার মো.আবুল কালাম আজাদ। সম্পাদক : সরকার মো. আব্দুল মা'বুদ জীবন। প্রকাশক : মোছা. বর্না খাতুন। নির্বাহী সম্পাদক : টুটুল হুমায়ুন। ঠিকানা : বাড়ী, নীল অপরাজিতা, ২১৯/৪- ক দক্ষিণ পীরেরবাগ, আগারগাঁও ঢাকা, যোগাযোগ : +৮৮০১৮১৪৯৯০৫৪৬, ইমেইল : smjiboneditor@gmail.com
© All rights reserved © NagorikKontho