নড়াইলঃ নড়াইল জেলার নতুন পুলিশ সুপার (এসপি) হিসেবে নিয়োগ পেয়েছেন মোহাম্মদ আল মামুন শিকদার। তিনি এর আগে বরগুনা জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেন।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দেশের ৬৪ জেলায় নতুন পুলিশ সুপারদের (এসপি) পদায়নের প্রজ্ঞাপন জারি করেছে অন্তর্বতী সরকার। বুধবার (২৬ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের (পুলিশ-১ শাখা) এই প্রজ্ঞাপন জারি করে। উপ-সচিব মো. মাহবুবুর রহমান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে,জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।
অপরদিকে, নড়াইলের বর্তমান পুলিশ সুপার মো.রবিউল ইসলামকে পঞ্চগড় জেলার পুলিশ সুপার হিসেবে বদলী করা হয়েছে। চলতি বছরের ৩ সেপ্টেম্বর বুধবার তিনি নড়াইলে যোগদান করেছিলেন।
উপদেষ্টা ড. সরকার মো.আবুল কালাম আজাদ। সম্পাদক : সরকার মো. আব্দুল মা'বুদ জীবন। প্রকাশক : মোছা. বর্না খাতুন। নির্বাহী সম্পাদক : টুটুল হুমায়ুন। ঠিকানা : বাড়ী, নীল অপরাজিতা, ২১৯/৪- ক দক্ষিণ পীরেরবাগ, আগারগাঁও ঢাকা, যোগাযোগ : +৮৮০১৮১৪৯৯০৫৪৬, ইমেইল : smjiboneditor@gmail.com
© All rights reserved © NagorikKontho