নড়াইলের লোহাগড়া উপজেলায় জান্নাতি খানম (৩০) নামের এক গৃহবধুর ঘরের আড়ার সাথে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সকালে ভাটপাড়া গ্রামে এই ঘটনা ঘটেছে।
লোহাগড়া থানা পুলিশের (ওসি তদন্ত ) অজিদ কুমার রায় বিষয়টি নিশ্চিত করেছেন। মৃত জান্নাতি খানম লোহাগড়া উপজেলার কোটাখোল ইউনিয়নের ভাটপাড়া গ্রামের সুমন শেখের স্ত্রী।
পারিবারিক সূত্রে জানা যায়, সুমন শেখ ঢাকায় বেসরকারি একটি প্রতিষ্ঠানে চাকরি করেন, তার স্ত্রী তার পরিবারের সাথে গ্রামে থাকেন। বুধবার দিবাগত রাতে পরিবারের সাথে খাবার খেয়ে নিজরুমে ঘুমাতে যান জান্নাতি খানম। পরে সকালে পরিবারের লোকজন তাকে ডাকাডাকি করলে দরজা না খুললে প্রতিবেশীদের ডেকে এনে দরজা ভেঙে ঘরের ভেতরে প্রবেশ করলে দেখেন ঘরের আড়ার সাথে ওড়না পেচিয়ে ঝুলে আছেন জান্নাতি খানম। পরে থানা পুলিশকে খবর দিলে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসেন। তবে কি কারণে জান্নাতি আত্মহত্যা করেছেন সেটা এখনও জানা সম্ভব হয়নি।
এ বিষয়ে লোহাগড়া থানা পুলিশের (ওসি তদন্ত ) অজিদ কুমার রায় বলেন, মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালে পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
উপদেষ্টা ড. সরকার মো.আবুল কালাম আজাদ। সম্পাদক : সরকার মো. আব্দুল মা'বুদ জীবন। প্রকাশক : মোছা. বর্না খাতুন। নির্বাহী সম্পাদক : টুটুল হুমায়ুন। ঠিকানা : বাড়ী, নীল অপরাজিতা, ২১৯/৪- ক দক্ষিণ পীরেরবাগ, আগারগাঁও ঢাকা, যোগাযোগ : +৮৮০১৮১৪৯৯০৫৪৬, ইমেইল : smjiboneditor@gmail.com
© All rights reserved © NagorikKontho