আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে পাংশা রিপোর্টার্স ইউনিটির সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন রাজবাড়ীর পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ রিফাতুল হক।
মঙ্গলবার (১৩ জানুয়ারি ২০২৬) বিকেল সাড়ে ৪টায় পাংশা উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় ইউএনও বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য করতে নির্বাচন কমিশনের সকল আইন ও নির্দেশনা কঠোরভাবে বাস্তবায়ন করা হবে। এ ক্ষেত্রে কাউকে কোনো ধরনের ছাড় দেওয়ার সুযোগ থাকবে না।
তিনি জানান, সময় ও প্রশাসনিক জটিলতা কমাতে এবারের নির্বাচনে দায়িত্ব পালনের জন্য সাংবাদিকদের অনলাইনের মাধ্যমে আবেদন করে নির্বাচন পর্যবেক্ষক কার্ড সংগ্রহ করতে হবে। নির্বাচনকে আরও স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য করতে প্রতিটি ভোটকেন্দ্র সিসি ক্যামেরার আওতায় আনা হবে বলেও তিনি উল্লেখ করেন।সভায় নির্বাচনকালীন সময়ে উপজেলা প্রশাসন ও গণমাধ্যমকর্মীদের দায়িত্ব ও পেশাগত নীতিমালা নিয়েও আলোচনা করা হয়।
পাংশা রিপোর্টার্স ইউনিটির সভাপতি অধ্যাপক ইজাজুল হকের সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন— সহ-সভাপতি ও দৈনিক মাতৃকণ্ঠ এবং দৈনিক নয়া দিগন্তের পাংশা উপজেলা প্রতিনিধি মো. মোক্তার হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক ও দৈনিক আমাদের মাতৃভূমির স্টাফ রিপোর্টার আনোয়ারুল ইসলাম, দপ্তর সম্পাদক ও দৈনিক সময়ের আলোর পাংশা উপজেলা প্রতিনিধি সেলিম মাহমুদ, অর্থ বিষয়ক সম্পাদক ও দৈনিক সময়৫২-এর পাংশা উপজেলা প্রতিনিধি হারুন অর রশিদ, সহ-অর্থ বিষয়ক সম্পাদক ও দৈনিক নয়া কণ্ঠের স্টাফ রিপোর্টার, জাতীয় দৈনিক নাগরিক কন্ঠের পাংশা উপজেলা প্রতিনিধি, দৈনিক বিজয় সকাল রাজবাড়ী জেলা প্রতিনিধি,মোঃ মিজানুর রহমান, ফ্রিল্যান্স সাংবাদিক মো. শহিদুর রহমান এবং কার্যনির্বাহী সদস্য শেখ মোহাম্মদ সবুর উদ্দিন।
উপদেষ্টা ড. সরকার মো.আবুল কালাম আজাদ। সম্পাদক : সরকার মো. আব্দুল মা'বুদ জীবন। প্রকাশক : মোছা. বর্না খাতুন। নির্বাহী সম্পাদক : টুটুল হুমায়ুন। ঠিকানা : বাড়ী, নীল অপরাজিতা, ২১৯/৪- ক দক্ষিণ পীরেরবাগ, আগারগাঁও ঢাকা, যোগাযোগ : +৮৮০১৮১৪৯৯০৫৪৬, ইমেইল : smjiboneditor@gmail.com
© All rights reserved © NagorikKontho