আজ লাউ চাষের জমি ঘুরে দেখলাম। গাছের লতা-পাতা বেশ সবুজ ও সতেজ আছে, নতুন কুঁড়ি/ফুলও ভালো আসছে মানে গাছ এখন ভেজিটেটিভ থেকে ফ্লাওয়ারিং স্টেজে যাচ্ছে। এই সময়ে জমিতে সেচ, আগাছা দমন, মাচা ঠিক রাখা আর পোকা-মাকড় নিয়ন্ত্রণ ঠিকমতো করলে ফলন অনেক বাড়ে।
লাউয়ে সাধারণত লাল কুমড়া বিটল, ফলমাছি, এফিড দেখা দেয় তাই নিয়মিত পর্যবেক্ষণ জরুরি। পাশাপাশি গাছে যাতে ফুল-ফল ঝরা কম হয়, সেজন্য সুষম সার ব্যবস্থাপনা (NPK + বোরন/জিঙ্ক) এবং সময়মতো পানি নিষ্কাশন নিশ্চিত করতে হবে।
কৃষক ভাইদের সাথে কথা বলে জমির অবস্থা অনুযায়ী প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হলো ইনশাআল্লাহ সঠিক পরিচর্যায় এবার ভালো ফলন পাওয়া যাবে।
উপদেষ্টা ড. সরকার মো.আবুল কালাম আজাদ। সম্পাদক : সরকার মো. আব্দুল মা'বুদ জীবন। প্রকাশক : মোছা. বর্না খাতুন। নির্বাহী সম্পাদক : টুটুল হুমায়ুন। ঠিকানা : বাড়ী, নীল অপরাজিতা, ২১৯/৪- ক দক্ষিণ পীরেরবাগ, আগারগাঁও ঢাকা, যোগাযোগ : +৮৮০১৮১৪৯৯০৫৪৬, ইমেইল : smjiboneditor@gmail.com
© All rights reserved © NagorikKontho