পাংশায় ভ্রাম্যমাণ ‘ভোটের গাড়ি’র বিশেষ প্রচারণা

মিজানুর রহমান >>
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ কে সামনে রেখে সাধারণ মানুষের মধ্যে ভোটাধিকার সম্পর্কে সচেতনতা ও গণতান্ত্রিক চেতনা জাগ্রত করতে রাজবাড়ীর পাংশায় বিশেষ প্রচার কার্যক্রম চালিয়েছে ভ্রাম্যমাণ ‘ভোটের গাড়ি’।
শনিবার (১০ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত পাংশা পৌর শহরের খাদ্যগুদাম সংলগ্ন মাইক্রোস্ট্যান্ড এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এই প্রচারণা ‘দেশের চাবি আপনার হাতে’ প্রতিপাদ্যকে সামনে রেখে দেশব্যাপী চলমান কর্মসূচির অংশ হিসেবে বাস্তবায়ন করা হয়।
এ সময় ভ্রাম্যমাণ ‘ভোটের গাড়ি’র মাধ্যমে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ ভিডিও প্রদর্শন করা হয়। পাশাপাশি জুলাই গণঅভ্যুত্থান বিষয়ক তথ্যচিত্র ও প্রামাণ্যচিত্র প্রদর্শনের মাধ্যমে ঐতিহাসিক আন্দোলন, জনগণের ত্যাগ ও সংগ্রামের চিত্র তুলে ধরা হয়।
এ ছাড়া মাননীয় প্রধান উপদেষ্টার বিশেষ বার্তা প্রদর্শনের মাধ্যমে ভোটাধিকার প্রয়োগ, রাষ্ট্রীয় সংস্কার এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় নাগরিকদের সক্রিয় অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরা হয়।
প্রচার কার্যক্রম পরিদর্শন করেন পাংশা উপজেলা নির্বাহী অফিসার মো. রিফাতুল হক ও সহকারী কমিশনার (ভূমি) সাদ আহম্মেদ, পাংশা পৌর নির্বাহী কর্মকর্তা মো. আনিসুর রহমান সহ স্থানীয় প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা। এ সময় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা যায়।
সহজ ও আকর্ষণীয় উপস্থাপনার মাধ্যমে নির্বাচন ও গণভোট বিষয়ে তথ্য জানতে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা যায়। আয়োজকরা জানান, ভোটারদের মধ্যে সচেতনতা বৃদ্ধি, গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশগ্রহণে উদ্বুদ্ধ করা এবং নির্বাচন ও গণভোট সম্পর্কে সঠিক ও প্রয়োজনীয় তথ্য জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়াই এই উদ্যোগের মূল লক্ষ্য।



















