ঢাকা ১২:২৫ পূর্বাহ্ন, বুধবার, ২৭ অগাস্ট ২০২৫, ১১ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
রাজবাড়ীতে অভিমান করে তরুণীর আত্মহত্যা লোহাগড়া বাজারে সরকারি সড়ক দখল করে তিনতলা ভবন নির্মাণ, চরম দুর্ভোগে পথচারীরা হতদরিদ্র শাহিনুর বেগমকে ঘর উপহার দিলেন- দেশ নায়ক তারেক রহমান একাত্তরের অমীমাংসিত বিষয়ে দুইবার সমাধান হয়েছে দাবি করেছেন -ইসহাক দার জনগণের ইচ্ছাতেই দায়িত্বভার গ্রহণ করেছি, কোন ইচ্ছা নেই সক্রিয়ভাবে রাজনীতিতে প্রবেশের -প্রধান উপদেষ্টা  কালুখালীতে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে আহত ২২ কোনো ষড়যন্ত্রেই কাজে আসবেনা যদি জনগন নির্বাচনমূখী হয়- স্বরাষ্ট্র উপদেষ্টা রাজবাড়ী পাংশাতে “Digital Skills Training for Students” কর্মসূচির সমাপনী অনুষ্ঠান পাঁচশত কোটি টাকা নিয়ে বিদেশে পলাতক পুষ্পধারার পরিচালক মাইনউদ্দিন র‍্যাব ৭ একটি আভিযানিক দলের অভিযানে পৃথক তিন মামলার ৩ আসামি প্রেফতার

নিমতলা মোড়ে নিমগাছ লাগিয়ে বৃক্ষরোপণ কর্মসূচীর উদ্বোধন

মোঃ আশরাফুল আলম, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার প্রাণকেন্দ্র নিমতলা মোড়ে নিমগাছ লাগিয়ে বৃক্ষরোপণ কর্মসূচীর উদ্বোধন করেছেন পৌরমেয়র আলহাজ্ব মাহমুদ আলম লিটন। শুক্রবার বিকেল ৫টায় দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের ফুলবাড়ী পৌর এলাকার নিমতলা মোড়ে এ উদ্বোধন করা হয়। বৃক্ষরোপণ কর্মসূচীর আওতায় আগামী দুইমাস পৌর এলাকার বিভিন্ন সড়কে প্রায় ১২শ গাছ লাগানো হবে।

নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী ঐতিহ্য ফিরিয়ে আনতে ফুলবাড়ী পৌর শহরকে ফুলের রাজ্য হিসেবে গড়ে তুলতে পৌর এলাকার বিভিন্ন সড়কে নানান প্রজাতির ফুল, বনজ ও ঔষধি গাছ রোপণ করেছেন। সেইসব গাছ এখন ফুলে ফুলে ছেয়ে গেছে। নিমতলা মোড়ে এক সময় নিমগাছ থাকলেও কালের আবর্তে হারিয়ে গেছে। সেই হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে স্থানীয় শিক্ষার্থী শাকিল আহমেদের উদ্যোগে ও পৌর প্রশাসনের সহযোগিতায় সড়কের দুইপাশে কয়েকটি নিমগাছ রোপণ করা হয়।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পৌর নিবার্হী প্রকৌশলী লুৎফুল হুদা চৌধুরী, ফুলবাড়ী দোকান-কর্মচারী ইউনিয়নের সভাপতি হামিদুল হক, ফুলবাড়ী প্রেসক্লাবের সদস্য আশরাফ পারভেজসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।