বিরামপুরে ট্রেনর যাত্রাবিরতি ও আসন বৃদ্ধির জন্য মানববন্ধনের প্রস্তুতিতে সংবাদ সম্মেলন

দিনাজপুরের বিরামপুরে পঞ্চগড় ও কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের যাত্রাবিরতিসহ সকল আন্তঃনগর ট্রেনের আসন বৃদ্ধি, পুলিশ ফাঁড়ি স্থাপন এবং রেলগেট সম্প্রসারণের গনদাবিতে মানববন্ধনের প্রস্তুতিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
(১৮ নভেম্বর) মঙ্গলবার বেলা ১১ টায় দিনাজপুর জেলার বিরামপুর পৌর শহরের বিরামপুর পেশাজীবী ঐক্য ফ্রন্টের আয়োজনে ঢাকা মোড়ে মান্নান শপিং কমপ্লেক্সের দ্বিতীয় তলায় সংবাদ সম্মেলনে বক্তব্য দেন, পেশাজীবী ঐক্য ফ্রন্টের আহ্বায়ক ও ঢাকা মোড় টুয়েন্টিফোর ডটকমের সম্পাদক রফিকুল ইসলাম, দিনাজপুর দক্ষিনাঞ্চল উন্নয়ন ফোরামের সাধারণ সম্পাদক লায়ন মোফাজ্জল হক, পেশাজীবী ঐক্য ফ্রন্টের যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হক মানিক, বিরামপুর কলা বাগান প্রেসক্লাবের সাবেক সভাপতি আকবর হোসেন, কলেজ বাজার প্রেসক্লাবের সভাপতি মোরশেদ মানিক বিরামপুর কলেজের সাবেক ভিপি সৈয়দ গোলাম মোরশেদ প্রমুখ।
দিনাজপুর দক্ষিনাঞ্চল উন্নয়ন ফোরামের সাধারণ সম্পাদক লায়ন মোফাজ্জল হক বলেন, ৪ উপজেলার মানুষের যাত্রা পথে চরম ভোগান্তির কারণে সাধারণ মানুষের প্রাণের দাবি পঞ্চগড় ও কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনর বিরামপুর যাত্রাবিরতি দিতে হবে। তিনি বিরামপুরের সার্বিক উন্নয়ন ও অগ্রগতির জন্য জেলার দাবিতে যৌক্তিক বক্তব্য তুলে ধরেন । সে সঙ্গে বুধবার অনুষ্ঠিতব্য মানববন্ধনে সকলকে অংশগ্রহণের আহ্বান জানান।






















