সশস্ত্রবাহিনী কল্যাণ সংস্থার শীতউপহার বিতরণ

দিনাজপুরের ফুলবাড়ীতে শীতার্ত ও নিম্নবিত্ত মানুষের মাঝে শীত উপহার বিতরণ করেছে অবসরপ্রাপ্ত সশস্ত্রবাহিনী কল্যাণ সংস্থা।
শনিবার (১০ জানুয়ারি) সকাল ১১ টায় সুজাপুর সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মিলনায়তনে শীতার্তদের হাতে এই শীত উপহার কম্বল তুলে দেয়া হয়।
অবসরপ্রাপ্ত সশস্ত্রবাহিনী কল্যাণ সংস্থা ফুলবাড়ী উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি সিনিয়র ওয়ারেন্ট অফিসার মো. মনজুরুল হক। এতে সভাপতিত্ব করেন সংগঠনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা আব্দুল হাই। অসকস’র সাধারণ সম্পাদক সার্জেন্ট মো.খাইবুর রহমান চৌধুরী ও অর্থ সম্পাদক মো.এরশাদ হোসেনের সঞ্চালনায় শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান ও
আলোচনা সভায় বক্তব্য প্রদান করেন সংগঠনের নির্বাহী সদস্য ওয়ারেন্ট অফিসার মো. তোফাজ্জল হোসেন, সহ-সভাপতি সিনিয়র ওয়ারেন্ট অফিসার মো. রেজাউল ইসলাম, ওয়ারেন্ট অফিসার মো.বেলাল হোসেন প্রমূখ।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে জানানো হয়, শুধু দেশের ভূখণ্ড রক্ষায় নয়, সামাজিক দায়িত্বের অংশ হিসেবে প্রতি বছরের ন্যায় এবারও আমরা শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছি।
সংগঠনের সভাপতি মো. মনজুরুল হক দৈনিক ভোরের আকাশকে বলেন, প্রাকৃতিক দুর্যোগ বা বন্যায নানা প্রতিকূলতায় যখন মানুষ দিশাহারা হয়ে পড়ে, তখন সামরিক বাহিনী উদ্ধার তৎপরতা ও ত্রাণ বিতরণ করে অসহায় দিশেহারা মানুষের পাশে দাঁড়ায়।
এ সময় শীতের উপহার পেয়ে উপহার ভোগীরা কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এদিকে গত কয়েকদিন ধরে ফুলবাড়ীসহ দিনাজপুর অঞ্চলে হিমেল হাওয়া ও ঘন কুয়াশায় তীব্র শীত বিরাজ করছে। উত্তরের এই জনপদে শীতের প্রকোপ সবচেয়ে বেশি, ভোগান্তিতে পড়েছে শ্রমজীবী ও নিম্ন আয়ের মানুষ। এমতাবস্থায় সরকারের সংশ্লিষ্ট দপ্তর এবং সমাজের বৃত্তবান মানুষ তাদের পাশে দাঁড়ালে তারা উপকৃত হবেন বলে জানিয়েছেন অসহায় নিম্নবিত্ত এই জনগোষ্ঠী।



















