ঢাকা ০৫:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিএনপি চেয়ারম্যান তারেক রহমান সপরিবারে প্রধান উপদেষ্টা ড. ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ঢাকা-১৪ আসনকে আধুনিক ও আদর্শ নগরী গড়ার প্রত্যয় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ পাচ্ছেন হাবিপ্রবি’র ১৫৩ শিক্ষার্থী ফসলের জমি পরিদর্শন ও পরামর্শ প্রদান ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে পাংশা রিপোর্টাস ইউনিটির সাংবাদিকদের সঙ্গে ইউএনও’র মতবিনিময় পাংশায় ভ্রাম্যমাণ ‘ভোটের গাড়ি’র বিশেষ প্রচারণা দিনাজপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় মিরপুরে যুবদলের মিলাদ ও দোয়া মাহফিল উল্লাপাড়ায় পুলিশের বিশেষ অভিযানে ৪ মাদক কারবারি গ্রেফতার সশস্ত্রবাহিনী কল্যাণ সংস্থার শীতউপহার বিতরণ

জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ পাচ্ছেন হাবিপ্রবি’র ১৫৩ শিক্ষার্থী

মাসউদ রানা, দিনাজপুর

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের ‘জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ কর্মসূচির’ আওতায় হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি)র ১৫৩ জন শিক্ষার্থীকে চলতি অর্থবছরে বিভিন্ন পর্যায়ে ফেলোশিপের জন্য মনোনীত করা হয়েছে।

১৫ জানুয়ারি দুপুরে দিনাজপুর হাবিপ্রবি’র জনসংযোগ বিভাগের পরিচালক মো. খাদেমুল ইসলামের প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, চলতি অর্থবছরে ‘খাদ্য ও কৃষি’, ‘জীব বিজ্ঞান ও চিকিৎসা বিজ্ঞান’ এবং ‘ভৌত বিজ্ঞান’ এই ৩ ক্যাটাগরিতে শিক্ষার্থীদের ফেলোশিপ প্রদান করা হয়। এ বছর স্নাতকোত্তর পর্যায়ে ১৫২ জন এবং অণুজীব বিজ্ঞানে পিএইচ ডি’র জন্য ১ জনকে ফেলোশিপ প্রদান করা হয়েছে।

১৪ জানুয়ারি বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের ওয়েবসাইটের মাধ্যমে হাবিপ্রবি কর্তৃপক্ষকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

ফেলোশিপের জন্য খাদ্য ও কৃষি বিজ্ঞান ক্যাটাগরিতে ১২৪ জন, ভৌত-বিজ্ঞান ক্যাটাগরিতে ২০ জন, এবং জীব-বিজ্ঞান ও চিকিৎসা-বিজ্ঞান ক্যাটাগরিতে ৮ জন শিক্ষার্থী মনোনীত হয়েছে।

সব ক্যাটাগরি মিলিয়ে ফেলোশিপপ্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে ৮৬ জনই কৃষি অনুষদের। এ ছাড়াও ভেটেরিনারি অনুষদ থেকে ৩২ জন, ফিশারিজ অনুষদ থেকে ৭ জন, ইঞ্জিনিয়ারিং অনুষদ থেকে ৭ জন, গণিত বিভাগ থেকে ৯ জন, পরিসংখ্যান থেকে ৪ জন, রসায়ন থেকে ৪ জন, পদার্থ-বিজ্ঞান থেকে ২ জন এবং কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ থেকে ১ জন শিক্ষার্থী মনোনীত হয়েছে।

প্রসঙ্গত , গবেষণায় ব্যয়ের জন্য স্নাতকোত্তর পর্যায়ে ফেলোশিপ প্রাপ্ত ১৫২ জন শিক্ষার্থীদের প্রতিজন ৫৪ হাজার টাকা এবং পিএইচ ডি’র জন্য নির্বাচিত ১ জন ৩ লক্ষ টাকা বরাদ্দ পাবেন।

সূত্রটি জানায়, ১৯৭৭-৭৮ অর্থবছর থেকে গবেষণা কার্যক্রমকে এগিয়ে নিতে ভৌতবিজ্ঞান, জীব ও চিকিৎসা বিজ্ঞান, খাদ্য ও কৃষি-বিজ্ঞান এই ৩টি ক্যাটাগরিতে শিক্ষার্থী ও গবেষকদের ফেলোশিপ প্রদান করা হয়। ৪ ক্যাটাগরির নির্ধারিত কমিটি বিভিন্ন বিশ্ববিদ্যালয়, গবেষণা প্রতিষ্ঠানে অধ্যয়নরত ও গবেষণারত এমএস, এমফিল, পিএইচডি, পোস্ট-ডক্টরাল শিক্ষার্থী ও গবেষকদের আবেদন গ্রহণ, যাচাই-বাছাই ও সাক্ষাৎকার গ্রহণের মাধ্যমে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় এই ফেলোশিপ প্রদান করে থাকে। সেই ধারাবাহিকতায় এবারে চলতি অর্থ বছরে হাবিপ্রবি’র ১৫৩ জন শিক্ষার্থী এই ফেলোশিপের জন্য চূড়ান্তভাবে মনোনীত হয়েছেন। মনোনীত শিক্ষার্থীরা অতি শীঘ্রই ফেলোশিপের সুবিধা পেতে যাচ্ছেন বলে সূত্রটি জানায়।

ট্যাগস :
আপডেট সময় ১০:২৩:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬
২ বার পড়া হয়েছে

জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ পাচ্ছেন হাবিপ্রবি’র ১৫৩ শিক্ষার্থী

আপডেট সময় ১০:২৩:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের ‘জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ কর্মসূচির’ আওতায় হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি)র ১৫৩ জন শিক্ষার্থীকে চলতি অর্থবছরে বিভিন্ন পর্যায়ে ফেলোশিপের জন্য মনোনীত করা হয়েছে।

১৫ জানুয়ারি দুপুরে দিনাজপুর হাবিপ্রবি’র জনসংযোগ বিভাগের পরিচালক মো. খাদেমুল ইসলামের প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, চলতি অর্থবছরে ‘খাদ্য ও কৃষি’, ‘জীব বিজ্ঞান ও চিকিৎসা বিজ্ঞান’ এবং ‘ভৌত বিজ্ঞান’ এই ৩ ক্যাটাগরিতে শিক্ষার্থীদের ফেলোশিপ প্রদান করা হয়। এ বছর স্নাতকোত্তর পর্যায়ে ১৫২ জন এবং অণুজীব বিজ্ঞানে পিএইচ ডি’র জন্য ১ জনকে ফেলোশিপ প্রদান করা হয়েছে।

১৪ জানুয়ারি বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের ওয়েবসাইটের মাধ্যমে হাবিপ্রবি কর্তৃপক্ষকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

ফেলোশিপের জন্য খাদ্য ও কৃষি বিজ্ঞান ক্যাটাগরিতে ১২৪ জন, ভৌত-বিজ্ঞান ক্যাটাগরিতে ২০ জন, এবং জীব-বিজ্ঞান ও চিকিৎসা-বিজ্ঞান ক্যাটাগরিতে ৮ জন শিক্ষার্থী মনোনীত হয়েছে।

সব ক্যাটাগরি মিলিয়ে ফেলোশিপপ্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে ৮৬ জনই কৃষি অনুষদের। এ ছাড়াও ভেটেরিনারি অনুষদ থেকে ৩২ জন, ফিশারিজ অনুষদ থেকে ৭ জন, ইঞ্জিনিয়ারিং অনুষদ থেকে ৭ জন, গণিত বিভাগ থেকে ৯ জন, পরিসংখ্যান থেকে ৪ জন, রসায়ন থেকে ৪ জন, পদার্থ-বিজ্ঞান থেকে ২ জন এবং কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ থেকে ১ জন শিক্ষার্থী মনোনীত হয়েছে।

প্রসঙ্গত , গবেষণায় ব্যয়ের জন্য স্নাতকোত্তর পর্যায়ে ফেলোশিপ প্রাপ্ত ১৫২ জন শিক্ষার্থীদের প্রতিজন ৫৪ হাজার টাকা এবং পিএইচ ডি’র জন্য নির্বাচিত ১ জন ৩ লক্ষ টাকা বরাদ্দ পাবেন।

সূত্রটি জানায়, ১৯৭৭-৭৮ অর্থবছর থেকে গবেষণা কার্যক্রমকে এগিয়ে নিতে ভৌতবিজ্ঞান, জীব ও চিকিৎসা বিজ্ঞান, খাদ্য ও কৃষি-বিজ্ঞান এই ৩টি ক্যাটাগরিতে শিক্ষার্থী ও গবেষকদের ফেলোশিপ প্রদান করা হয়। ৪ ক্যাটাগরির নির্ধারিত কমিটি বিভিন্ন বিশ্ববিদ্যালয়, গবেষণা প্রতিষ্ঠানে অধ্যয়নরত ও গবেষণারত এমএস, এমফিল, পিএইচডি, পোস্ট-ডক্টরাল শিক্ষার্থী ও গবেষকদের আবেদন গ্রহণ, যাচাই-বাছাই ও সাক্ষাৎকার গ্রহণের মাধ্যমে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় এই ফেলোশিপ প্রদান করে থাকে। সেই ধারাবাহিকতায় এবারে চলতি অর্থ বছরে হাবিপ্রবি’র ১৫৩ জন শিক্ষার্থী এই ফেলোশিপের জন্য চূড়ান্তভাবে মনোনীত হয়েছেন। মনোনীত শিক্ষার্থীরা অতি শীঘ্রই ফেলোশিপের সুবিধা পেতে যাচ্ছেন বলে সূত্রটি জানায়।