ঢাকা ০২:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫, ১৩ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
রাজবাড়ীতে অভিমান করে তরুণীর আত্মহত্যা লোহাগড়া বাজারে সরকারি সড়ক দখল করে তিনতলা ভবন নির্মাণ, চরম দুর্ভোগে পথচারীরা হতদরিদ্র শাহিনুর বেগমকে ঘর উপহার দিলেন- দেশ নায়ক তারেক রহমান একাত্তরের অমীমাংসিত বিষয়ে দুইবার সমাধান হয়েছে দাবি করেছেন -ইসহাক দার জনগণের ইচ্ছাতেই দায়িত্বভার গ্রহণ করেছি, কোন ইচ্ছা নেই সক্রিয়ভাবে রাজনীতিতে প্রবেশের -প্রধান উপদেষ্টা  কালুখালীতে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে আহত ২২ কোনো ষড়যন্ত্রেই কাজে আসবেনা যদি জনগন নির্বাচনমূখী হয়- স্বরাষ্ট্র উপদেষ্টা রাজবাড়ী পাংশাতে “Digital Skills Training for Students” কর্মসূচির সমাপনী অনুষ্ঠান পাঁচশত কোটি টাকা নিয়ে বিদেশে পলাতক পুষ্পধারার পরিচালক মাইনউদ্দিন র‍্যাব ৭ একটি আভিযানিক দলের অভিযানে পৃথক তিন মামলার ৩ আসামি প্রেফতার

দিনাজপুরের ফুলবাড়ীতে আড়াই লাখ টাকার ফলজ আমগাছ নষ্টের অফিযোগ

মো:আশরাফুল আলম

 

দিনাজপুরের ফুলবাড়ীতে রেজাউল আলম নামে একজন চিকিৎসকের আম ও আনারস বাগানের প্রায় ২০০টি ফলজ আম গাছ উকড়ানোসহ আনারস ক্ষেতের ব্যাপক ক্ষয়ক্ষতির অভিযোগ পাওয়া গেছে।

ঘটনাটি ঘটেছে ফুলবাড়ী পৌরসভার তেতুলিয়া গ্রামে স্বপ্নপুরি রোডে। এই ঘটনায় চিকিৎসক রেজাউল আলমের ছোট ভাই মোঃ খাদিমুল ইসলাম ফুলবাড়ী থানায় হয়ে একটি সাধারণ ডায়েরী করেন।

বাদী খাদেমুল ইসলাম জানান, তার ভাই রেজাউল আলম তেতুলিয়া মৌজার জে,এল ৫৪, খতিয়ান নং ২৮৯, ১২৬১ নং দাগের ৩৩ শতক ক্রয়কৃত জমিতে গত কয়েক বছর ধরে বাগান আকারে আম ও আনারসের চাষ করে আসতেছেন। তার ভাই পেশাগত কারনে রংপুরে থাকায় বাগানটির দেখাশুনা করা সম্ভব হয়না। গত দেড় বছর পূর্বে প্রায় ২০০ টি আমের গাছ সেখানে লাগানো হয়। বর্তমানে প্রতিটি গাছেই থোকায় থোকায় আম ধরেছিল। কিন্তু গতকাল সকাল সাতটায় জমিতে গিয়ে দেখা যায় সব আমের গাছ উপড়ানো ও আনারসের ক্ষেত লন্ডভন্ড অবস্থায় পড়ে আছে। আম ও আনারসসহ প্রায় আড়াই লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়ছে বলে জানিয়েছেন খাদিমুল ইসলাম।

অভিযোগে প্রতিবেশী মোঃ খেরাজ উদ্দিনের ছেলে মোঃ রাকিব খান দীর্ঘদিন থেকে এই জমি ও বাগান নিয়ে শত্রুতা করে আসছিল বলে সে এই কাজটি করেছে বলে সন্দেহ পোষণ করছে ভুক্তভোগী। জানা যায় ক্ষেতের পাশেই রাকিবের গোডাউন ঘর, সে প্রায় আমার ভাইয়ের জমির বেড়ার উপর মাটি দিয়ে আইল সরিয়ে দিত। এর প্রতিবাদে কিছু বলতে গেলে হুমকি দিত। যখন তখন ভয়-ভীতি প্রদর্শন করতো। তাছাড়া ঘটনার আগের দিন রাতে সে তার বন্ধু-বান্ধব নিয়ে সারারাত পিকনিক করেছিল গোডাউন ঘরে। খাদিমুল ইসলাম এই ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানায়।

এ বিষয়ে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ মোস্তাফিজার রহমানের সঙ্গে কথা বললে তিনি বলেন দুইশত টি আম গাছ উপড়ানো ও আনারস ক্ষেতের ক্ষয়ক্ষতির অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।

ট্যাগস :
আপডেট সময় ১০:২৮:১৭ পূর্বাহ্ন, রবিবার, ২৬ মে ২০২৪
২৮৮ বার পড়া হয়েছে

দিনাজপুরের ফুলবাড়ীতে আড়াই লাখ টাকার ফলজ আমগাছ নষ্টের অফিযোগ

আপডেট সময় ১০:২৮:১৭ পূর্বাহ্ন, রবিবার, ২৬ মে ২০২৪

 

দিনাজপুরের ফুলবাড়ীতে রেজাউল আলম নামে একজন চিকিৎসকের আম ও আনারস বাগানের প্রায় ২০০টি ফলজ আম গাছ উকড়ানোসহ আনারস ক্ষেতের ব্যাপক ক্ষয়ক্ষতির অভিযোগ পাওয়া গেছে।

ঘটনাটি ঘটেছে ফুলবাড়ী পৌরসভার তেতুলিয়া গ্রামে স্বপ্নপুরি রোডে। এই ঘটনায় চিকিৎসক রেজাউল আলমের ছোট ভাই মোঃ খাদিমুল ইসলাম ফুলবাড়ী থানায় হয়ে একটি সাধারণ ডায়েরী করেন।

বাদী খাদেমুল ইসলাম জানান, তার ভাই রেজাউল আলম তেতুলিয়া মৌজার জে,এল ৫৪, খতিয়ান নং ২৮৯, ১২৬১ নং দাগের ৩৩ শতক ক্রয়কৃত জমিতে গত কয়েক বছর ধরে বাগান আকারে আম ও আনারসের চাষ করে আসতেছেন। তার ভাই পেশাগত কারনে রংপুরে থাকায় বাগানটির দেখাশুনা করা সম্ভব হয়না। গত দেড় বছর পূর্বে প্রায় ২০০ টি আমের গাছ সেখানে লাগানো হয়। বর্তমানে প্রতিটি গাছেই থোকায় থোকায় আম ধরেছিল। কিন্তু গতকাল সকাল সাতটায় জমিতে গিয়ে দেখা যায় সব আমের গাছ উপড়ানো ও আনারসের ক্ষেত লন্ডভন্ড অবস্থায় পড়ে আছে। আম ও আনারসসহ প্রায় আড়াই লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়ছে বলে জানিয়েছেন খাদিমুল ইসলাম।

অভিযোগে প্রতিবেশী মোঃ খেরাজ উদ্দিনের ছেলে মোঃ রাকিব খান দীর্ঘদিন থেকে এই জমি ও বাগান নিয়ে শত্রুতা করে আসছিল বলে সে এই কাজটি করেছে বলে সন্দেহ পোষণ করছে ভুক্তভোগী। জানা যায় ক্ষেতের পাশেই রাকিবের গোডাউন ঘর, সে প্রায় আমার ভাইয়ের জমির বেড়ার উপর মাটি দিয়ে আইল সরিয়ে দিত। এর প্রতিবাদে কিছু বলতে গেলে হুমকি দিত। যখন তখন ভয়-ভীতি প্রদর্শন করতো। তাছাড়া ঘটনার আগের দিন রাতে সে তার বন্ধু-বান্ধব নিয়ে সারারাত পিকনিক করেছিল গোডাউন ঘরে। খাদিমুল ইসলাম এই ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানায়।

এ বিষয়ে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ মোস্তাফিজার রহমানের সঙ্গে কথা বললে তিনি বলেন দুইশত টি আম গাছ উপড়ানো ও আনারস ক্ষেতের ক্ষয়ক্ষতির অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।