জাতীয়তাবাদী অটোরিকশা দলের প্রতিষ্ঠাতা বাদশা ভাসানীর অভিযোগ: ‘দল বিক্রির বাণিজ্য চলছে’

জাতীয়তাবাদী অটোরিকশা দলের প্রতিষ্ঠাতা বাদশা ভাসানীর অভিযোগ: ‘দল বিক্রির বাণিজ্য চলছে’
জাতীয়তাবাদী অটোরিকশা দলের প্রতিষ্ঠাতা বাদশা ভাসানী অভিযোগ করেছেন, দলের গঠনতন্ত্র উপেক্ষা করে একাংশ এখন ব্যক্তিগত স্বার্থে দলকে ব্যবহার করছে। তিনি দাবি করেন, “আমি এই দলের প্রতিষ্ঠাতা। তুষার নামের এক ব্যক্তি নিজেকে সভাপতি দাবি করে এখন টাকার বিনিময়ে কমিটি দিচ্ছেন, যা আমাদের দলের আদর্শ ও নীতির পরিপন্থী।”
বাদশা ভাসানী আরও বলেন, “জাতীয়তাবাদী দলের (বিএনপি) আদর্শের ভিত্তিতে এই সংগঠন প্রতিষ্ঠা করা হয়েছিল চালকদের অধিকার রক্ষার জন্য, কিন্তু এখন তা ব্যক্তিগত ব্যবসায় পরিণত হয়েছে।”
অন্যদিকে, অভিযোগের বিষয়ে জানতে চাইলে দলের বর্তমান সভাপতি দাবি করা তুষার বলেন, “বাদশা ভাসানীর অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। তিনি দীর্ঘদিন দলের কার্যক্রম থেকে দূরে আছেন। বর্তমানে আমরা সংগঠনকে সক্রিয় রাখতে নতুন করে কমিটি গঠন করছি এবং কোনো আর্থিক লেনদেনের বিষয়টি সত্য নয়।”
তুষার আরও জানান, “দলকে শক্তিশালী ও ঐক্যবদ্ধ রাখার জন্য আমরা কাজ করছি। কেউ যদি ভিন্ন মত পোষণ করেন, সেটি গণতান্ত্রিক প্রক্রিয়ার অংশ।”



















