অন্তর্বর্তী সরকারের দুই উপদেষ্টার পদত্যাগের সিদ্ধান্ত তিন মন্ত্রণালয়ে দায়িত্ব বণ্টন নিয়ে আলোচনার তৎপরতা

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ থেকে দুই উপদেষ্টা—মাহফুজ আলম ও আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া পদত্যাগ করতে চলেছেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগেই তাঁরা দায়িত্ব ছাড়বেন বলে সরকারের সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
বর্তমানে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া স্থানীয় সরকার মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন। অন্যদিকে মাহফুজ আলম তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন। তাঁদের পদত্যাগের পর এই তিনটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের উপদেষ্টার পদ ফাঁকা হবে।
সরকারের শীর্ষ পর্যায়ে আলোচনায় উঠে এসেছে নতুন কাউকে যুক্ত করার পরিবর্তে বিদ্যমান উপদেষ্টাদের মধ্য থেকেই অতিরিক্ত দায়িত্ব বণ্টনের সিদ্ধান্ত নেওয়া হতে পারে। এমনটি হলে দ্রুতই দায়িত্ব পুনর্বিন্যাসের প্রক্রিয়া শুরু করবে সরকার।
সূত্র জানায়, গৃহায়ণ ও গণপূর্ত এবং শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খানকে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হতে পারে। তবে শুরুতে তিনি এ দায়িত্ব নিতে অনাগ্রহ প্রকাশ করেছিলেন। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের নানা অনিয়ম নিয়ে প্রকাশিত প্রতিবেদনগুলোকে কেন্দ্র করে সম্ভাব্য দায় এড়ানোর উদ্বেগ থেকেই তাঁর আপত্তি ছিল। শেষ পর্যন্ত সরকারি মহলের আলোচনার পর তিনি দায়িত্ব নিতে রাজি হন বলে জানা গেছে।
অন্যদিকে পরিবেশ বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত দায়িত্ব দেওয়ার বিষয়েও আলোচনা চলছে। নির্বাচনের আগমুহূর্তে প্রশাসনিক ধারাবাহিকতা বজায় রাখতেই এ সিদ্ধান্তগুলো বিবেচনায় রেখেছে সরকার।
চূড়ান্ত সিদ্ধান্ত প্রকাশিত হলে গুরুত্বপূর্ণ এই তিন মন্ত্রণালয়ের কাজ নতুন দায়িত্ব বণ্টনের মাধ্যমে পরিচালিত হবে বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে।





















