উল্লাপাড়ায় আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল খেলা দেখতে মানুষের ঢল


সিরাজগঞ্জের উল্লাপাড়ায় পঞ্চক্রোশী ইউনিয়ন বিএনপির সার্বিক সহযোগিতায়,শাহজাহানপুর তরুণ সংঘ কর্তৃক আয়োজিত মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট – ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকেলে উপজেলার শাহজাহানপুর রেলওয়ে ফুটবল খেলার মাঠে হাজার হাজার দর্শকের উপস্থিতিতে এ খেলা অনুষ্ঠিত হয়। ম্যাচটি দেখতে দুরদুরন্ত থেকে হাজার হাজার ফুটবলপ্রেমী দর্শক দুপুরের মধ্যে মাঠে জড়ো হয়।
উক্ত টুর্নামেন্ট খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উল্লাপাড়া উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক ও পঞ্চক্রোশী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জাহিদুল ইসলাম মিস্টার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশ সংস্কার কমিটির সদস্য সচিব ও সাবেক ডিআইজি খাঁন সাঈদ হাসান জ্যোতি।
আরোও উপস্থিত ছিলেন পঞ্চক্রোশী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুল মালেক ফকির, সাবেক সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার মঈন শাহীন সহ ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।