পটুয়াখালী -৩ আলী আজগর ইসলাম বাবু কে এলডিপির প্রার্থী ঘোষণায় এলাকায় আনন্দের বন্যা

আসন্ন এোদ্বয় জাতীয় নির্বাচনে পটুয়াখালী ৩ দশমিনা-গলাচিপা আসনে লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপি কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক এবং ঢাকা মহানগর পশ্চিমের সাধারণ সম্পাদক আলী আজগর ইসলাম বাবু কে দলীয় প্রার্থী ঘোষণায় স্হানীয় নেতা কর্মীদের মধ্যে ব্যপক উদ্দীপনার সৃষ্টি হয়েছে।
গতকাল ২১ ই সেপ্টেম্বর রোজ মঙ্গলবার দলীয় কার্যালয়ে এলডিপি প্রেসিডেন্ট ড, কর্ণেল অলি আহমদ (বীর বিক্রম) তার প্রার্থীতা নিশ্চিত করেন।জানা যায়, বিগত ২০দলীয় জোট এবং বিএনপির সাথে ফ্যাসিস্ট সরকারের পদত্যাগের দাবীতে যুগপৎ আন্দোলনের অন্যতম শরীক লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপি।বিগত ১৬ বছরের প্রতিটি আন্দোলন সংগ্রামে রাজপথের লড়াকু সৈনিক,মুক্তিযুদ্ব চলা কালীন প্রথম খেতাব প্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা, সাবেক সফল মন্ত্রী এলডিপি’র প্রেসিডেন্ট ড. কর্নেল অলি আহমদ বীরবিক্রম ও এলডিপি মহাসচিব সাবেক মন্ত্রী ড.রেদোয়ান আহমেদ এর অত্যান্ত আস্হাভাজন আলী আজগর ইসলাম বাবু কে মনোনীত করায় স্হানীয় নেতা কর্মীরা সন্তুষ্টি প্রকাশ করেন।আসন্ন (২৬ অক্টোবর) এলডিপি’র ২০তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে পটুয়াখালী-৩ ( গলাচিপা দশমিনা)আসনের সর্বস্তরের জনগণকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন,আলী আজগর ইসলাম বাবু।
এ ব্যপারে তিনি বলেন,এলডিপি একটি উদার গনতান্ত্রিক রাজনীতি চর্চার দল।দীর্ঘ বছর দেশবন্ধু ড,কর্ণেল অলি আহমদ এবং ড, রেদোয়ান আহমদের নেতৃত্বে রাজপথে লড়াই সংগ্রাম করে স্বৈরাচার মুক্ত করতে সক্ষম হয়েছি।আগামী তে আপনারা এলডিপি ছাতা মার্কায় ভোট প্রদানের মাধ্যমে দেশে প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠায় এগিয়ে আসবেন বলে আমাদের বিশ্বাস।



















