সংবাদ শিরোনাম
রাজধানীর পল্লবীতে যুবদল নেতা গোলাম কিবরিয়াকে প্রকাশ্যে গুলি করে হত্যা
নিজস্ব প্রতিবেদক

রাজধানীর পল্লবী থানার ব্লক–সি এলাকার বিক্রমপুর হার্ডওয়ারের দোকানে ঢুকে যুবদলের সদস্য-সচিব গোলাম কিবরিয়াকে প্রকাশ্যে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (১৭ নভেম্বর) দিবাগত রাতে এ ঘটনা ঘটে।
ঘটনার পরপরই সন্দেহভাজন একজনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। তবে তাৎক্ষণিকভাবে আটক ব্যক্তির পরিচয় জানা যায়নি।
ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক কিবরিয়াকে গুলি করে হত্যার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গুরুতর আহত অবস্থায় গোলাম কিবরিয়াকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ট্যাগস :






















