নড়াইলে বিএনপির অফিস উদ্বোধন

নড়াইল জেলা লোহাগড়া উপজেলার ৫ নং লক্ষীপাশা ইউনিয়নের ১ নং ওয়ার্ড বিএনপির কমিটির নতুন অফিসের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।২৬ নভেম্বর ২০২৫, বুধবার বিকাল ৩টায় আয়োজিত এ উদ্বোধনী অনুষ্ঠানে এলাকার নেতৃবৃন্দ ও স্থানীয় যুবসমাজের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ১ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ আকবর হোসেন।প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন নড়াইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব মনিরুল ইসলাম।
এসময় আরও উপস্থিত ছিলেন,নড়াইল পৌর বিএনপির নির্বাচিত সাধারণ সম্পাদক খন্দকার হুশিয়ার রহমান,নড়াইল জেলা ছাত্রদলের সোনালী ফসল লোহাগড়া থানা বিএনপির সভাপতি মোঃ আসাদুজ্জামান বাঁটু,থানা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব সেলিম হোসেন,থানা বিএনপির সহ-সভাপতি নায়েব আলী, থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক জনাব ওহিদুজ্জামান।
৫ নং লক্ষীপাশা ইউনিয়ন বিএনপির সভাপতি জনাব পারভেজ কাজী,নড়াইল জেলা শ্রমিক দলের নির্বাচিত সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান বাচ্চু,আউড়িয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এনামুল সরদার,আউড়িয়া ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক পিন্টু সরদার,দিঘলিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ইউছুর ডক্টর।
উদ্বোধনী অনুষ্ঠান পরিচালনা করেন বিশিষ্ট সমাজসেবক ও উক্ত ওয়ার্ড বিএনপির উপদেষ্টা সত্তার আহমেদ শেখ, পাশাপাশি সহযোগিতায় ছিলেন মোঃ তবিবর রহমান, মিজান শেখ, সাংবাদিক মোঃ শরিফুল মোল্লা, জাহাঙ্গীর শেখসহ অত্র এলাকার তরুণ সমাজ।
অনুষ্ঠানে প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন“ধানের শীষ প্রতীককে জয়যুক্ত করতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে আসতে হবে।”
নতুন এই অফিস উদ্বোধনের মধ্য দিয়ে এলাকায় সংগঠনের কার্যক্রম আরও বেগবান হবে বলে আশা ব্যক্ত করেন বক্তারা।











