সাতক্ষীরা ডিবি পুলিশের অভিযানে ফেন্সিডিলসহ আটক-১


পুলিশ সুপার জনাব মোহাম্মদ মনিরুল ইসলাম’র দিক নির্দেশনায় সাতক্ষীরা জেলা গোয়েন্দা পুলিশের বিশেষ অভিযানে ৫০ বোতল ফেন্সিডিলসহ ১জনকে আটক করা হয়েছে।জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ তারেক ফয়সাল ইবনে আজিজ’র নেতৃত্বে এই মাদক বিরোধী বিশেষ অভিযানটি পরিচালনা করা হয়।
শনিবার (৫ অক্টোবর) ভোর ৭টার দিকে তাকে ফেন্সিডিলসহ আটক করা হয়। আটককৃত ব্যক্তি হলেন দেবহাটা উপজেলার ঘলঘলিয়া গ্রামের সুকুমার বিশ্বাসের ছেলে মোঃ তারেক হোসেন(২৭) সাতক্ষীরার দেবহাটা থানার ৩নং সখিপুর ইউনিয়ন পরিষদের সামনে সাতক্ষীরা টু কালিগঞ্জ গামী রাস্তার উপর থেকে গোপন সংবাদের ভিত্তিতে তাকে ফেন্সিডিলসহ আটক করা হয়। সাতক্ষীরা জেলা গোয়েন্দা পুলিশের পক্ষ থেকে আটক ও উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু হয়েছে।