ঢাকা ১০:৩৪ অপরাহ্ন, রবিবার, ১৭ অগাস্ট ২০২৫, ২ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
দৈনিক স্বদেশ বিচিত্রা পত্রিকার অফিসে হামলা ও সম্পাদককে হত্যার হুমকি সিপিবি’র সম্মেলন : কাউন্সিলে নতুন কমিটি ঘোষণা অভিনন্দন জ্ঞাপন কেশবপুরে জন্মাষ্টমী পালন: বিএনপির দুই কেন্দ্রীয় নেতার পৃথক কর্মসূচি বাংলাদেশ বিক্রয় প্রতিনিধি জোট ওয়েলফেয়ার সোসাইটির নেতৃবৃন্দর সাথে পাংশা শিল্প বণিক সমিতির মত বিনিময় ১৫ আগস্ট খিরে ধানমন্ডি ৩২ এর পাশে ও বাংলামটর এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে বেগম খালেদা জিয়ার জন্মদিনে দোয়া মাহফিল অনুষ্ঠিত মেক্সিকোর রাষ্ট্রদূতের আবেগঘন স্টাটাস তারুণ্যের বিকাশ ও উন্নয়নে যুব দিবস পালিত রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের দাবিতে রেলপথ অবরোধ শেরেবাংলা নগর থানার ২৮ ও ১৪ নং ওয়ার্ড ছাত্রদলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে কালুখালীতে শোক র‍্যালি ও মানববন্ধন

সিপিবি’র সম্মেলন : কাউন্সিলে নতুন কমিটি ঘোষণা অভিনন্দন জ্ঞাপন

মাসউদ রানা

দিনাজপুরের ফুলবাড়ীতে বাংলাদেশ কমিউনিস্ট পার্টির দ্বি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে।

কাউন্সিলে সর্বসম্মতিক্রমে পুনরায় কমরেড জয় প্রকাশ গুপ্ত সভাপতি ও সাধারণ সম্পাদক কমরেড এস এম নুরুজ্জামানের নাম ঘোষণা করেছেন দিনাজপুর জেলা শাখার সভাপতি কমরেড অ্যাড.মো.মেহেরুল ইসলাম।
তিনি এক বিবৃতিতে প্রকাশ করেন, তাদের নেতৃত্বে সিপিবি আরো এগিয়ে যাবে, গতিশীল হবে। কৃষক, শ্রমিক ও মেহনতি মানুষের দাবি আদায়ে শোষণ নিপীড়নের বিরুদ্ধে তারা শক্তিশালী ভূমিকা পালন করবে।

১৬ আগস্ট ফুলবাড়ী প্রেসক্লাব চত্বরে জাতীয় সংগীত পরিবেশন, জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সম্মেলনের উদ্বোধন করেন সিপিবি’র কেন্দ্রীয় কমিটির সদস্য ও দিনাজপুর জেলা শাখার প্রাক্তন সভাপতি কমরেড মোহাম্মদ আলতাফ হোসাইন।
পরে বিভিন্ন দাবি সম্বলিত ব্যানার ফেস্টুন ও লাল পতাকা হাতে নিয়ে একটি বর্ণাঢ্য বিক্ষোভ মিছিল পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। ফুলবাড়ী প্রেসক্লাবের মিলনায়তনে প্রথম অধিবেশনের শুরুতেই শোক প্রস্তাব পাঠ করেন কমরেড অধ্যাপক গোলাম কিবরীয়া।
ফুলবাড়ী উপজেলা শাখার সভাপতি কমরেড জয় প্রকাশ গুপ্তের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কমরেড এস এম নুরুজ্জামানের সঞ্চালনায় সম্মেলনে ভাষণ দেন সম্মেলনের মুখ্য আলোচক কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড মোহাম্মদ আলতাফ হোসাইন। এতে প্রধান অতিথির ভাষণ দেন দিনাজপুর জেলা শাখার সভাপতি কমরেড অ্যাড. মো.মেহেরুল ইসলাম। অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা শাখার সম্পাদক মন্ডলীর সদস্য অধ্যা.কমরেড গোলাম কিবরীয়া, জেলা ও উপজেলা শাখার সদস্য অধ্যা.কমরেড চন্দনা মহন্ত, জেলা শাখার সদস্য ও পার্বতীপুর উপজেলা শাখার সভাপতি কমরেড হাফিজার রহমান, জেলা উপজেলা শাখার সদস্য কমরেড মোসলেম উদ্দিন, উপজেলা শাখার সদস্য কমরেড আকবর আলী প্রমুখ। শুভেচ্ছা বক্তব্য দেন, বাংলাদেশের কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক সঞ্জিত প্রসাদ জিতু, বড়পুকুরিয়া কয়লা খনির ক্ষতিগ্রস্ত এলাকার কৃষি ও বসতভিটা রক্ষা কমিটির সাধারণ সম্পাদক সালমান মাহমুদ তুহিন ও সহ-সভাপতি মাহমুদুল হাসান।
বক্তারা শোষণ, বঞ্চনা ও বৈষম্য মুক্ত বাংলাদেশ গড়ার আহ্বান জানান। একই সঙ্গে মহান মুক্তিযুদ্ধের চেতনা ও ২৪-এর গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়ন, বড়পুকুরিয়া কয়লা খনি এলাকার ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ এবং ভূমি অধিগ্রহণে স্থানীয় ক্ষতিগ্রস্তদের মতামত যাচাই করুন সহ ফুলবাড়ী কয়লা খনি বিরোধী আন্দোলনের “ছয় দফা “দাবি অনতিবিলম্বে বাস্তবায়নের জোর দাবি জানান।
মুখ্য আলোচক বলেন, বৈষম্য বিরোধী গণঅভ্যুত্থানে আমরাও সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিলাম কিন্তু দুর্ভাগ্য শুধু শাসকের পরিবর্তন হয়েছে;সাধারণ মানুষের ভাগ্যের পরিবর্তন হয়নি। মানুষের অন্ন, বস্ত্র, বাসস্থান চিকিৎসা, শিক্ষা, নিরাপত্তার এই মৌলিক অধিকারগুলো এখনো পূরণ হচ্ছে না!
দ্বিতীয় অধিবেশনে কাউন্সিল অনুষ্ঠিত হয়। কাউন্সিলে সর্বসম্মতিক্রমে কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটির অন্যরা হলেন-সহসাধারণ সম্পাদক বিপ্লব দাস, কার্যনির্বাহী সদস্য গোলাম কিবরীয়া, চন্দনা মহন্ত, মোসলেম উদ্দিন ও আকবর আলী।
নতুন এই কমিটিকে অভিনন্দন জানিয়েছেন সিপিবি’র জেলা শাখার নেতৃবৃন্দ। এছাড়াও দিনাজপুর প্রেসক্লাবের সভাপতি সরুপ কুমার বকসী, দৈনিক আলোকিত দিনাজপুরের সম্পাদক ডলার মজুমদার, ফুলবাড়ী পৌরসভার সাবেক মেয়র মো. মাহমুদুল আলম লিটন, বড়পুকুরিয়া কয়লা খনি এলাকার কৃষি ও বসতভিটা রক্ষা কমিটির সাধারণ সম্পাদক সালমান মাহমুদ তুহিন, সহ-সভাপতি মাহমুদুল হাসান, ফুলবাড়ী প্রেসক্লাব ও ফুলবাড়ী থানা প্রেসক্লাবের নেতৃবৃন্দ শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

ট্যাগস :
আপডেট সময় ০৪:১১:৫০ অপরাহ্ন, রবিবার, ১৭ অগাস্ট ২০২৫
১ বার পড়া হয়েছে

সিপিবি’র সম্মেলন : কাউন্সিলে নতুন কমিটি ঘোষণা অভিনন্দন জ্ঞাপন

আপডেট সময় ০৪:১১:৫০ অপরাহ্ন, রবিবার, ১৭ অগাস্ট ২০২৫

দিনাজপুরের ফুলবাড়ীতে বাংলাদেশ কমিউনিস্ট পার্টির দ্বি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে।

কাউন্সিলে সর্বসম্মতিক্রমে পুনরায় কমরেড জয় প্রকাশ গুপ্ত সভাপতি ও সাধারণ সম্পাদক কমরেড এস এম নুরুজ্জামানের নাম ঘোষণা করেছেন দিনাজপুর জেলা শাখার সভাপতি কমরেড অ্যাড.মো.মেহেরুল ইসলাম।
তিনি এক বিবৃতিতে প্রকাশ করেন, তাদের নেতৃত্বে সিপিবি আরো এগিয়ে যাবে, গতিশীল হবে। কৃষক, শ্রমিক ও মেহনতি মানুষের দাবি আদায়ে শোষণ নিপীড়নের বিরুদ্ধে তারা শক্তিশালী ভূমিকা পালন করবে।

১৬ আগস্ট ফুলবাড়ী প্রেসক্লাব চত্বরে জাতীয় সংগীত পরিবেশন, জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সম্মেলনের উদ্বোধন করেন সিপিবি’র কেন্দ্রীয় কমিটির সদস্য ও দিনাজপুর জেলা শাখার প্রাক্তন সভাপতি কমরেড মোহাম্মদ আলতাফ হোসাইন।
পরে বিভিন্ন দাবি সম্বলিত ব্যানার ফেস্টুন ও লাল পতাকা হাতে নিয়ে একটি বর্ণাঢ্য বিক্ষোভ মিছিল পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। ফুলবাড়ী প্রেসক্লাবের মিলনায়তনে প্রথম অধিবেশনের শুরুতেই শোক প্রস্তাব পাঠ করেন কমরেড অধ্যাপক গোলাম কিবরীয়া।
ফুলবাড়ী উপজেলা শাখার সভাপতি কমরেড জয় প্রকাশ গুপ্তের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কমরেড এস এম নুরুজ্জামানের সঞ্চালনায় সম্মেলনে ভাষণ দেন সম্মেলনের মুখ্য আলোচক কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড মোহাম্মদ আলতাফ হোসাইন। এতে প্রধান অতিথির ভাষণ দেন দিনাজপুর জেলা শাখার সভাপতি কমরেড অ্যাড. মো.মেহেরুল ইসলাম। অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা শাখার সম্পাদক মন্ডলীর সদস্য অধ্যা.কমরেড গোলাম কিবরীয়া, জেলা ও উপজেলা শাখার সদস্য অধ্যা.কমরেড চন্দনা মহন্ত, জেলা শাখার সদস্য ও পার্বতীপুর উপজেলা শাখার সভাপতি কমরেড হাফিজার রহমান, জেলা উপজেলা শাখার সদস্য কমরেড মোসলেম উদ্দিন, উপজেলা শাখার সদস্য কমরেড আকবর আলী প্রমুখ। শুভেচ্ছা বক্তব্য দেন, বাংলাদেশের কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক সঞ্জিত প্রসাদ জিতু, বড়পুকুরিয়া কয়লা খনির ক্ষতিগ্রস্ত এলাকার কৃষি ও বসতভিটা রক্ষা কমিটির সাধারণ সম্পাদক সালমান মাহমুদ তুহিন ও সহ-সভাপতি মাহমুদুল হাসান।
বক্তারা শোষণ, বঞ্চনা ও বৈষম্য মুক্ত বাংলাদেশ গড়ার আহ্বান জানান। একই সঙ্গে মহান মুক্তিযুদ্ধের চেতনা ও ২৪-এর গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়ন, বড়পুকুরিয়া কয়লা খনি এলাকার ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ এবং ভূমি অধিগ্রহণে স্থানীয় ক্ষতিগ্রস্তদের মতামত যাচাই করুন সহ ফুলবাড়ী কয়লা খনি বিরোধী আন্দোলনের “ছয় দফা “দাবি অনতিবিলম্বে বাস্তবায়নের জোর দাবি জানান।
মুখ্য আলোচক বলেন, বৈষম্য বিরোধী গণঅভ্যুত্থানে আমরাও সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিলাম কিন্তু দুর্ভাগ্য শুধু শাসকের পরিবর্তন হয়েছে;সাধারণ মানুষের ভাগ্যের পরিবর্তন হয়নি। মানুষের অন্ন, বস্ত্র, বাসস্থান চিকিৎসা, শিক্ষা, নিরাপত্তার এই মৌলিক অধিকারগুলো এখনো পূরণ হচ্ছে না!
দ্বিতীয় অধিবেশনে কাউন্সিল অনুষ্ঠিত হয়। কাউন্সিলে সর্বসম্মতিক্রমে কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটির অন্যরা হলেন-সহসাধারণ সম্পাদক বিপ্লব দাস, কার্যনির্বাহী সদস্য গোলাম কিবরীয়া, চন্দনা মহন্ত, মোসলেম উদ্দিন ও আকবর আলী।
নতুন এই কমিটিকে অভিনন্দন জানিয়েছেন সিপিবি’র জেলা শাখার নেতৃবৃন্দ। এছাড়াও দিনাজপুর প্রেসক্লাবের সভাপতি সরুপ কুমার বকসী, দৈনিক আলোকিত দিনাজপুরের সম্পাদক ডলার মজুমদার, ফুলবাড়ী পৌরসভার সাবেক মেয়র মো. মাহমুদুল আলম লিটন, বড়পুকুরিয়া কয়লা খনি এলাকার কৃষি ও বসতভিটা রক্ষা কমিটির সাধারণ সম্পাদক সালমান মাহমুদ তুহিন, সহ-সভাপতি মাহমুদুল হাসান, ফুলবাড়ী প্রেসক্লাব ও ফুলবাড়ী থানা প্রেসক্লাবের নেতৃবৃন্দ শুভেচ্ছা ও অভিনন্দন জানান।