খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় মিরপুর থানা যুবদলের দোয়া মোনাজাত

দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত ও তাঁর রুহের মাগফিরাত কামনায় ঢাকা মহানগর উত্তর যুবদলের উদ্যোগে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। এতে অংশ নেয় মিরপুর থানা যুবদলের নেতাকর্মীরা।
শনিবার ঢাকা মহানগর উত্তর যুবদলের সদস্য সচিব জনাব সাজ্জাদুল মিরাজ–এর নেতৃত্বে আয়োজিত এ কর্মসূচিতে নেতাকর্মীরা দেশনেত্রীর আত্মার শান্তি কামনা করেন এবং গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য দোয়া করেন।
দোয়া মোনাজাতে উপস্থিত ছিলেন মিরপুর থানা যুবদলের সংগ্রামী আহ্বায়ক জনাব শাকিল মোল্লা, সদস্য সচিব আমিনুর রহমান শান্ত, শাহ আলী থানা যুবদল নেতা এস. এম. জহিরুল ইসলাম, যুবনেতা আব্দুর রহমান সিকদার নয়ন, আব্দুল্লাহসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এ সময় নেতৃবৃন্দ বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের গণতন্ত্র ও জাতীয়তাবাদী রাজনীতির এক অনন্য প্রতীক। তাঁর আদর্শ ও নেতৃত্ব আগামী দিনেও তরুণ প্রজন্মকে গণতন্ত্র, স্বাধীনতা ও ন্যায়বিচারের পথে অনুপ্রাণিত করবে।
অনুষ্ঠানটি শান্তিপূর্ণ পরিবেশে শেষ হয় এবং অংশগ্রহণকারীরা দলীয় ঐক্য ও সাংগঠনিক কার্যক্রম আরও জোরদারের প্রত্যয় ব্যক্ত করেন।










