ফুলবাড়ীতে সহিংসতা প্রতিরোধে প্রশাসনের পাশে অসকসের নেতৃবৃন্দ
বৈষম্য বিরোধী কোটা সংস্কার আন্দোলনের পরবর্তী পরিস্থিতিতে নৈরাজ্য ও সহিংসতা প্রতিরোধে দিনাজপুরের ফুলবাড়িতে প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় মাঠে কাজ করছেন অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সংস্থা বাংলাদেশ ফুলবাড়ী শাখার নেতৃবৃন্দ। গতকাল বিকেলে উপজেলার বিভিন্ন ঝুঁকিপূর্ণ এলাকা এবং সুযোগ সন্ধানী দুষ্কৃতিকারী কর্তৃক ক্ষতিগ্রস্ত অবকাঠামো পরিদর্শন করেন এবং শঙ্কিতদের পাশে থাকার আশ্বাস প্রদান করেন। এছাড়াও ফুলবাড়ি শহরে ট্রাফিকের দায়িত্ব পালনকারী স্কাউট শিক্ষার্থীদের পাশে থেকে সহযোগিতা প্রদান করেন অসকস ও সুশীল সমাজের নেতৃবৃন্দ।
উপজেলা নির্বাহী অফিসার মীর মো. আল কামাহ তমাল এবং ফুলবাড়ি থানায় দায়িত্বরত সেনাবাহিনী ও পুলিশ কর্মকর্তাদের সাথে পৃথক পৃথক ভাবে সাক্ষাত কালে তারা সার্বক্ষণিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন। এ সময় অসকসের সভাপতি সিনিয়র ওয়ারেণ্ট অফিসার মোঃ মনজুরুল হক, সহ-সভাপতি ওয়ান্ট অফিসার মোঃ তোফাজ্জল হোসেন, সাধারণ সম্পাদক সার্জেন্ট খাইবুর রহমান চৌধুরী, যুগ্মসাধারণ সম্পাদক মো. মোয়াজ্জেম হোসেন, অর্থ সম্পাদক মো. এরশাদ হোসেন, প্রচার সম্পাদক গোলাম হোসেন, দপ্তর সম্পাদক কর্পোরাল শরিফুল ইসলাম প্রমুখ। সুশীল সমাজের নেতৃবৃন্দের মধ্যে দিনাজপুর প্রেসক্লাব ও সুশাসনের জন্য নাগরিক সুজন এবং জেলা ক্যাবের নির্বাহী সদস্য উপজেলা কনজুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাবের সভাপতি মাসউদ রানা উপস্থিত ছিলেন।