জুলাই ছাত্র আন্দোলনে মিথ্যা মামলা দিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে


লক্ষীপুরের রায়পুরে জুলাই ছাত্র আন্দোলনকে পুঁজি করে মিথ্যা মামলা দিয়ে ফাসানোর অভিযোগ উঠেছে ৭ং ইউনিয়ন বামনী ভুঁইয়া বাড়ির সবুজ ভুঁইয়ার বিরুদ্ধে, এমনকি অনেক নিরাপরাধ ব্যাক্তি,অনেক নিরাপরাদ ব্যাবসায়ীকে এই মামলা দিয়ে লাখ লাখ টাকা চাঁদা দাবি করে আসছেন এই সবুজ ভুঁইয়া।জুলাই আন্দোলনের পরেই সবুজ বাদি হয়ে লক্ষীপুর থানায় এই মামলা করে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি অডিও ক্লিপ ভাইরাল হয় আন্দোলনের পরপর,যেখানে জনৈক এক ব্যাক্তির কাছে আড়াই লক্ষ টাকা চাদা দাবি করেন সবুজ ভুইয়ার পক্ষ হয়ে, সেখানে বলতে শোনা যায় সকাল ৮টার মধ্যে টাকা আড়াই লাখ দিলে আপনার নাম কেটে দেয়া হবে,লাগলে জমি বেচে দেন,সবুজের পক্ষে চাঁদা দাবি করা ব্যাক্তি আরো বলেন,মামলার বাদি সবুজ ভুঁইয়া কিন্তু ব্যাকআপ দিবে লক্ষীপুরের নেতারা।
এমন অডিও ক্লিপ নিয়ে রায়পুর থানাধীন বিভিন্ন ওয়ার্ডে চাঞ্চল্যের সৃষ্টি হয়। সরেজমিনে গিয়ে দেখা যায় স্থানীয়দের মতে সবুজ একজন আদম ব্যাবসায়ী,মাদক ব্যাবসার সাথে জড়িত।