আজ বাংলাদেশের জীবন্ত কিংবদন্তি শিল্পী রুনা লায়লার জন্মদিন

বাংলাদেশের সংগীতাঙ্গনের জীবন্ত কিংবদন্তি, উপমহাদেশের খ্যাতনামা শিল্পী রুনা লায়লার আজ জন্মদিন। বাংলা, হিন্দি, উর্দুসহ অসংখ্য ভাষায় গান গেয়ে কোটি ভক্তের হৃদয়ে স্থায়ী আসন করে নেওয়া এই শিল্পীর প্রতি দেশ-বিদেশের সংগীতপ্রেমীরা সামাজিক মাধ্যমে শুভেচ্ছা জানাচ্ছেন।
দীর্ঘ সংগীত–যাত্রায় রুনা লায়লা গেয়েছেন পাঁচ হাজারের বেশি গান। তিনি ৭ বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেছেন “সেরা মহিলা প্লেব্যাক শিল্পী” বিভাগে যা তাঁর অসাধারণ ক্যারিয়ার ও শিল্পসাফল্যের অনন্য প্রমাণ। এছাড়াও পেয়েছেন অসংখ্য আন্তর্জাতিক পুরস্কার ও সম্মাননা।
ক্যারিয়ারের শুরু পাকিস্তানের ফিল্ম ইন্ডাস্ট্রিতে গান দিয়ে হলেও বাংলা গানে তাঁর যাত্রা শুরু হয় বাংলা চলচ্চিত্র ‘জীবন সাথী’–এর ‘ও আমার জীবন সাথী’ গানটির মাধ্যমে। এরপর বাংলা গানেও তিনি হয়ে উঠেছেন অন্যতম সেরা কণ্ঠশিল্পী।
রুনা লায়লার গাওয়া ‘দামাদাম মাস্ত কালান্দর’, ‘শিল্পী আমি তোমাদেরই গান শুনাবো’, -এ ধরনের গান এখনো শ্রোতাদের মাঝে সমান জনপ্রিয়।
জন্মদিনে এ বছর ভক্তদের জন্য এসেছে বিশেষ আয়োজন। তাঁর কিংবদন্তি গান ‘দামাদাম মাস্ত কালান্দর’ নতুন রূপে রিমেক করেছে কোক স্টুডিও বাংলা। আধুনিক সাউন্ড ও নতুন অ্যারেঞ্জমেন্টে তৈরি এই সংস্করণে রয়েছে রুনা লায়লার প্রাণবন্ত উপস্থিতি, যা প্রকাশের পরই ব্যাপক সাড়া ফেলেছে।
জন্মদিনের অনুভূতি জানাতে গিয়ে রুনা লায়লা বলেন দীর্ঘ ক্যারিয়ারে শ্রোতাদের ভালোবাসাই তাঁকে এগিয়ে যাওয়ার সবচেয়ে বড় শক্তি দিয়েছে।
বাংলাদেশি সংগীতকে আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরতে রুনা লায়লার অবদান অনন্য। তাই তাঁর জন্মদিন শুধু ব্যক্তিগত নয়-বাংলাদেশের সাংস্কৃতিক পরিমণ্ডলের জন্যও এক বিশেষ দিন।
























