ফুলবাড়িতে ট্রান্সফর্স কমিটির সভা অনুষ্ঠিত
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা প্রশাসনের আয়োজনে আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে। সিনিয়র সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মাদ জাফর আরিফ চৌধুরীর সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়। ১০ জুন সোমবার দুপুর ১২ টায় উপজেলা পরিষদের সভাকক্ষে অনুষ্ঠিত আইন-শৃঙ্খলা সভায় বক্তব্য রাখেন যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ, ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ মো. মোস্তাফিজার রহমান, জেলা ক্যাবের নির্বাহী সদস্য ও উপজেলা ক্যাবের সভাপতি মিডিয়া ব্যক্তিত্ব মাসউদ রানা, জেলা পরিষদের সদস্য মো. শফিকুল ইসলাম, খয়েরবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. এনামুল হক, দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম, আনসার ও ভিডিপি কর্মকর্তা রিতা রায়, মহিলা বিষয়ক কর্মকর্তা রিতা মন্ডল, ২৯ বিজিবি’র সুবেদার মো. আখতার হোসেন, প্রমূখ। সভায় আসন্ন ঈদ-উল-আযহা উপলক্ষে যানজট নিরসন ও পরিবহন ভাড়া সহণীয় পর্যায়ে রাখার সিদ্ধান্ত গৃহীত হয়। এছাড়াও মহা সড়কের রাস্তার পাশে কোন প্রাণীর হাট বসানো যাবে না এবং হাট গুলিতে অবশ্যই জাল টাকা শনাক্তের জন্য স্থানীয় ব্যাংকের বুথ থাকতে হবে এবং কোরবানির উপযোগী প্রণীর স্বাস্থ্য পরীক্ষার জন্য প্রাণিসম্পদ বিভাগের বুধ থাকতে হবে। অন্যথায় সে হাট বন্ধ করে দেওয়া হবে। বিশেষ করে সীমান্তবর্তী এলাকায় মাদক ও চামড়া পাচার রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কথা বলা হয়।
দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সাইফুল ইসলাম গরু চুরি বেড়ে যাওয়ার কথা উল্লেখ করলে অফিসার ইনচার্জ মোঃ মোস্তাফিজার রহমান বলেন এলাকাভিত্তিক পাহারার ব্যবস্থা করতে হবে। স্থানীয় জনগণ সাহায্য না করলে পুলিশের একার পক্ষে গরু চুরি রোধ করা সম্ভব নয়।