ঢাকা ০৬:২৭ অপরাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬, ১৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
কুসংস্কার ভেঙে কৃষি ও পরিবেশ রক্ষায় পেঁচা: মানুষের কল্যাণে এক নীরব প্রহরী -আবুল কালাম আজাদ ঢাকা-১৪ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার সানজিদা ইসলাম তুলির পক্ষে উঠান বৈঠক অনুষ্ঠিত সিলেটে নির্বাচনী প্রচারণার প্রথম দিনে ‘মুশরিকদের’ বিষয়ে সতর্ক করলেন তারেক রহমান আসন্ন জাতীয় সংসদ নির্বাচন: স্বতন্ত্র প্রার্থী এস এ সিদ্দিক সাজুর প্রথম গণসংযোগ অনুষ্ঠিত বোরো ধানের কুশি বৃদ্ধিতে কার্যকর করণীয় জানালেন কৃষি লেখক সরকার মো. আবুল কালাম আজাদ ঢাকা-১৬ আসনে মা-বাবার কবর জিয়ারত করে প্রচারণা শুরু বিএনপির প্রার্থী আমিনুল হকের শ্রীনগরে গুড়িয়ে দেওয়া অবৈধ সিলভার কারখানা নবাবগঞ্জে উৎসবমুখর পরিবেশে ঢাকাস্থ ফুলবাড়ী সমিতির মিলনমেলা সম্পন্ন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান সপরিবারে প্রধান উপদেষ্টা ড. ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ঢাকা-১৪ আসনকে আধুনিক ও আদর্শ নগরী গড়ার প্রত্যয়

নিমতলা মোড়ে নিমগাছ লাগিয়ে বৃক্ষরোপণ কর্মসূচীর উদ্বোধন

মোঃ আশরাফুল আলম, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার প্রাণকেন্দ্র নিমতলা মোড়ে নিমগাছ লাগিয়ে বৃক্ষরোপণ কর্মসূচীর উদ্বোধন করেছেন পৌরমেয়র আলহাজ্ব মাহমুদ আলম লিটন। শুক্রবার বিকেল ৫টায় দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের ফুলবাড়ী পৌর এলাকার নিমতলা মোড়ে এ উদ্বোধন করা হয়। বৃক্ষরোপণ কর্মসূচীর আওতায় আগামী দুইমাস পৌর এলাকার বিভিন্ন সড়কে প্রায় ১২শ গাছ লাগানো হবে।

নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী ঐতিহ্য ফিরিয়ে আনতে ফুলবাড়ী পৌর শহরকে ফুলের রাজ্য হিসেবে গড়ে তুলতে পৌর এলাকার বিভিন্ন সড়কে নানান প্রজাতির ফুল, বনজ ও ঔষধি গাছ রোপণ করেছেন। সেইসব গাছ এখন ফুলে ফুলে ছেয়ে গেছে। নিমতলা মোড়ে এক সময় নিমগাছ থাকলেও কালের আবর্তে হারিয়ে গেছে। সেই হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে স্থানীয় শিক্ষার্থী শাকিল আহমেদের উদ্যোগে ও পৌর প্রশাসনের সহযোগিতায় সড়কের দুইপাশে কয়েকটি নিমগাছ রোপণ করা হয়।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পৌর নিবার্হী প্রকৌশলী লুৎফুল হুদা চৌধুরী, ফুলবাড়ী দোকান-কর্মচারী ইউনিয়নের সভাপতি হামিদুল হক, ফুলবাড়ী প্রেসক্লাবের সদস্য আশরাফ পারভেজসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।