ঢাকা ০৬:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সিলেটে নির্বাচনী প্রচারণার প্রথম দিনে ‘মুশরিকদের’ বিষয়ে সতর্ক করলেন তারেক রহমান আসন্ন জাতীয় সংসদ নির্বাচন: স্বতন্ত্র প্রার্থী এস এ সিদ্দিক সাজুর প্রথম গণসংযোগ অনুষ্ঠিত বোরো ধানের কুশি বৃদ্ধিতে কার্যকর করণীয় জানালেন কৃষি লেখক সরকার মো. আবুল কালাম আজাদ ঢাকা-১৬ আসনে মা-বাবার কবর জিয়ারত করে প্রচারণা শুরু বিএনপির প্রার্থী আমিনুল হকের শ্রীনগরে গুড়িয়ে দেওয়া অবৈধ সিলভার কারখানা নবাবগঞ্জে উৎসবমুখর পরিবেশে ঢাকাস্থ ফুলবাড়ী সমিতির মিলনমেলা সম্পন্ন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান সপরিবারে প্রধান উপদেষ্টা ড. ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ঢাকা-১৪ আসনকে আধুনিক ও আদর্শ নগরী গড়ার প্রত্যয় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ পাচ্ছেন হাবিপ্রবি’র ১৫৩ শিক্ষার্থী ফসলের জমি পরিদর্শন ও পরামর্শ প্রদান

উৎসবমুখর পরিবেশে ঢাকাস্থ ফুলবাড়ী সমিতির মিলনমেলা সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক

হিমেল হাওয়া আর তীব্র শীতের মাঝেও সোহার্দ্য-সম্প্রীতির উত্তাপ ও উষ্ণতা ছড়াতে উৎসবমুখর পরিবেশে ঢাকাস্থ ফুলবাড়ী সমিতির মিলনমেলা-২০২৬ সম্পন্ন হয়েছে।

শুক্রবার (১৬জানুয়ারি) দিনব্যাপী বিভিন্ন পেশা, শ্রেণি ও নানা বয়সের নিবন্ধিত পাঁচ শতাধিক মানুষের সমাগমে মুখরিত হয়ে ওঠে রাজধানীর আগারগাঁও ক্যাফে এয়ার মিউজিয়াম প্রাঙ্গণ।

শুধু ফুলবাড়ীবাসী নয়, বিভিন্ন গুণীজনেরাও অতিথি হিসেবে মিলনমেলায় অংশগ্রহণ করেন।

সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন আরো নিবিড় করতে ধন ও ধান্যে পুষ্পে ভরা, প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ ঐতিহাসিক ঐতিহ্যবাহী এক জনপদ দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা। ফুলবাড়ীর এ ঐতিহ্যকে ধরে রাখতে প্রতি বছর ঢাকাস্থ ফুলবাড়ী সমিতি এ ধরনের উৎসবের আয়োজন করে থাকে।
নবীন-প্রবীণ, গুণীজনসহ নানা শ্রেণি- পেশার মানুষের পদচারণায় এ মিলন মেলা আনন্দ আর উৎসবের আমেজেপরিণত হয়।
আয়োজনে ছিল পারস্পারিক সৌহার্দ্য বিনিময়, আনন্দ আড্ডা ও নানা বিনোদনমূলক কার্যক্রম। শিশুদের উচ্ছ্বাস, পরিবারগুলোর হাসি-আনন্দ সবার আন্তরিক উপস্থিতি সারাদিন জুড়ে প্রাণ চঞ্চল্য লক্ষ্য করা গেছে। দীর্ঘ সময় পর অনেকের সঙ্গে দেখা-সাক্ষাত হয়, অপরিচিত একে অপরের সঙ্গে পরিচিত হন।স্মৃতির এ্যালবামে হারানো সেই পুরনো স্মৃতি রোমন্থন করতে মুহূর্তে অতীতে হারিয়ে যান কেউ কেউ। একই এলাকা, একই শিক্ষা- সংস্কৃতিতে বেড়ে ওঠা , একই মাটির গন্ধ পাওয়া যায় সবার মাঝে! এ যেন ঢাকা -রাজধানীর বুকে হয়ে উঠে এক খন্ড “ফুলবাড়ী “।
ঢাকা, ফুলবাড়ী সমিতি এ ঐতিহ্য ও সংস্কৃতি সবসময় লালন ও ধারন করে আসছে। এটি ফুলবাড়ীবাসীকে আলাদা আনন্দ ও পরিচিতি দিয়েছে।

প্রফেসর ডা. রেজাউল আলম সভাপতির বক্তব্যে বলেন, ফুলবাড়ীর মাটিতেই আমাদের জন্মএবং বেড়ে ওঠা, ফুলবাড়ীর মাটিই আমাদের শেষ ঠিকানা! তাই ফুলবাড়ীর অগ্রগতি ও উন্নয়নে আমাদের সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে। ঢাকা ফুলবাড়ী সমিতি সব সময় ফুলবাড়ীবাসীর পাশেই আছে, থাকবে ইনশাআল্লাহ।
ফুলবাড়ী সমিতিকে গতিশীল করতে সুদূর পরিকল্পনা গ্রহণে তিনি সংগঠনের সকলের প্রতি আহ্বান জানান।

ঢাকা, ফুলবাড়ী সমিতির সভাপতি রাজশাহী মেডিক্যাল কলেজের নিউরো বিভাগের প্রাক্তন চেয়ারম্যান ও প্রখ্যাত নিউরো সার্জন প্রফেসর ডা. মো. রেজাউল আলমের সভাপতিত্বে ও অর্থ সম্পাদক একেএম মাহবুব আলম হিরার সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন ফুলবাড়ী কলেজের সাবেক ভিপি, পিলখানা বি ডি আর হত্যাকাণ্ডের তদন্ত কমিশনের চেয়ারম্যান ও বিডিআর’র প্রাক্তন মহাপরিচালক (বীরমুক্তিযোদ্ধা) মেজর জেনারেল আ ল ম ফজলুর রহমান এনডিসি- পি এস সি, শিক্ষা মন্ত্রণালয়ের প্রাক্তন যুগ্ম সচিব বীর মুক্তিযোদ্ধা মো.মতিউর রহমান শাহ, সোনারগাঁ হোটেল’র প্রাক্তন চিফ মেডিক্যাল অফিসার ডা.শাহ আব্দুল কাদের, নাট্য ব্যক্তিত্ব প্রকৌশলী আবু মাসুদ মো.হাসানুজ্জামান, বেঙ্গল গ্রুপের চেয়ারম্যান ও দৈনিক ভোরের আকাশের প্রধান সম্পাদক মো.জাহের উদ্দিন সরকার,ফুলবাড়ী কলেজের সাবেক ভিপি ও ফুলবাড়ী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মো.নাজমুল হক নাজিম প্রমূখ।
অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য দেন,সংগঠনের পৃষ্ঠপোষক ও মিলনমেলা উদযাপন কমিটির আহবায়ক হামিদুল হক চৌধুরী, স্বাগত বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক এ এস এম জাফর সাদিক সোহেল।
এ সময় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রাক্তন হাইকমিশনার ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পরিচালক মো.সুফিউর রহমান, বাংলাদেশ সেনাবাহিনীর সদর দপ্তরে কর্মরত ব্রিগেডিয়ার জেনারেল মো. হুমায়ুন কবির,ভূতত্ত্ব ও খনিজ সম্পদ অধিদপ্তরের প্রাক্তন ডিজি ডক্টর একেএম খোরশেদ আলম, শ্রমঅধিদপ্তরের প্রাক্তন এডিশনাল ইন্সপেক্টর জেনারেল এম জহুরুল হক, ঢাকা বাংলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. কামরুল ইসলাম, সাবেক সেনা কর্মকর্তা লে.কর্নেল মো.সাখাওয়াত হোসাইন, পুলিশ সদর দপ্তরে কর্মরত অতিরিক্ত পুলিশ সুপার আবু জাফর মোহাম্মদ রহমতুল্লাহ, নিউরো বিশেষজ্ঞ ডা. আব্দুল আহাদ উপস্থিত ছিলেন ।এছাড়াও ঢাকা, ফুলবাড়ী সমিতির সকল নেতৃবৃন্দ সহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা, শিক্ষাবিদ, বিশেষজ্ঞ চিকিৎসক, প্রকৌশলী,ব্যবসায়ী, আইনজীবী, বেসরকারি সংস্থার কর্মকর্তা, সুশীল সমাজের নেতৃবৃন্দ, সাংবাদিকসহ নানা শ্রেণি-পেশার মানুষ এতে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন অনু জানান, রেজিস্ট্রেশনের মাধ্যমে পাঁচ শতাধিক ব্যক্তি এ মিলন মেলায় অংশগ্রহণ করেন।তাদের জন্য সকালের নাস্তা, দুপুরের খাবার, বিকেলের নাস্তাসহ চা-কফি ব্যবস্থা ছিল।
সংগঠনের অন্যতম সদস্য উম্মে সালমা বর্ষা জানান, নিবন্ধনকৃত ছেলেদের জন্য টি-শার্ট, মেয়েদের জন্য লেদার ব্যাগ ও শিশুদের জন্য ছিল আকর্ষণীয় উপহার। এছাড়া শিশুদের খেলার পুরস্কার ও শান্তনা পুরস্কারসহ কৃতি শিক্ষার্থীদের জন্য ছিল বিশেষ উপহার। নিবন্ধনকৃতদের মধ্যে র‍্যাফেল ড্রর মাধ্যমে ৫০ জন বিজয়ীকে আকর্ষণীয় পুরস্কার প্রদান করা হয়। প্রথম পুরস্কার ছিল কাফল এয়ার টিকিট।
ঢাকা ফুলবাড়ী সমিতির মিলনমেলায় এসে অনুসন্ধানী সাংবাদিক মাসউদ রানা বলেন, কর্মব্যস্ত জীবনের বাহিরে এ ধরনের মিলনমেলার আয়োজন পারস্পারিক সোহার্দ্য-সম্প্রীতি আরো সুদৃঢ় করে এবং সংগঠনের ঐক্য ও সংহতি বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি মনে করেন এই ঐতিহ্য-সংস্কৃতি লালন ও ধারণ করে ফুলবাড়ী সমিতি ইতিহাসের অংশ হয়ে থাকবে।

ট্যাগস :
আপডেট সময় ০২:১৪:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬
৭ বার পড়া হয়েছে

উৎসবমুখর পরিবেশে ঢাকাস্থ ফুলবাড়ী সমিতির মিলনমেলা সম্পন্ন

আপডেট সময় ০২:১৪:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬

হিমেল হাওয়া আর তীব্র শীতের মাঝেও সোহার্দ্য-সম্প্রীতির উত্তাপ ও উষ্ণতা ছড়াতে উৎসবমুখর পরিবেশে ঢাকাস্থ ফুলবাড়ী সমিতির মিলনমেলা-২০২৬ সম্পন্ন হয়েছে।

শুক্রবার (১৬জানুয়ারি) দিনব্যাপী বিভিন্ন পেশা, শ্রেণি ও নানা বয়সের নিবন্ধিত পাঁচ শতাধিক মানুষের সমাগমে মুখরিত হয়ে ওঠে রাজধানীর আগারগাঁও ক্যাফে এয়ার মিউজিয়াম প্রাঙ্গণ।

শুধু ফুলবাড়ীবাসী নয়, বিভিন্ন গুণীজনেরাও অতিথি হিসেবে মিলনমেলায় অংশগ্রহণ করেন।

সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন আরো নিবিড় করতে ধন ও ধান্যে পুষ্পে ভরা, প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ ঐতিহাসিক ঐতিহ্যবাহী এক জনপদ দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা। ফুলবাড়ীর এ ঐতিহ্যকে ধরে রাখতে প্রতি বছর ঢাকাস্থ ফুলবাড়ী সমিতি এ ধরনের উৎসবের আয়োজন করে থাকে।
নবীন-প্রবীণ, গুণীজনসহ নানা শ্রেণি- পেশার মানুষের পদচারণায় এ মিলন মেলা আনন্দ আর উৎসবের আমেজেপরিণত হয়।
আয়োজনে ছিল পারস্পারিক সৌহার্দ্য বিনিময়, আনন্দ আড্ডা ও নানা বিনোদনমূলক কার্যক্রম। শিশুদের উচ্ছ্বাস, পরিবারগুলোর হাসি-আনন্দ সবার আন্তরিক উপস্থিতি সারাদিন জুড়ে প্রাণ চঞ্চল্য লক্ষ্য করা গেছে। দীর্ঘ সময় পর অনেকের সঙ্গে দেখা-সাক্ষাত হয়, অপরিচিত একে অপরের সঙ্গে পরিচিত হন।স্মৃতির এ্যালবামে হারানো সেই পুরনো স্মৃতি রোমন্থন করতে মুহূর্তে অতীতে হারিয়ে যান কেউ কেউ। একই এলাকা, একই শিক্ষা- সংস্কৃতিতে বেড়ে ওঠা , একই মাটির গন্ধ পাওয়া যায় সবার মাঝে! এ যেন ঢাকা -রাজধানীর বুকে হয়ে উঠে এক খন্ড “ফুলবাড়ী “।
ঢাকা, ফুলবাড়ী সমিতি এ ঐতিহ্য ও সংস্কৃতি সবসময় লালন ও ধারন করে আসছে। এটি ফুলবাড়ীবাসীকে আলাদা আনন্দ ও পরিচিতি দিয়েছে।

প্রফেসর ডা. রেজাউল আলম সভাপতির বক্তব্যে বলেন, ফুলবাড়ীর মাটিতেই আমাদের জন্মএবং বেড়ে ওঠা, ফুলবাড়ীর মাটিই আমাদের শেষ ঠিকানা! তাই ফুলবাড়ীর অগ্রগতি ও উন্নয়নে আমাদের সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে। ঢাকা ফুলবাড়ী সমিতি সব সময় ফুলবাড়ীবাসীর পাশেই আছে, থাকবে ইনশাআল্লাহ।
ফুলবাড়ী সমিতিকে গতিশীল করতে সুদূর পরিকল্পনা গ্রহণে তিনি সংগঠনের সকলের প্রতি আহ্বান জানান।

ঢাকা, ফুলবাড়ী সমিতির সভাপতি রাজশাহী মেডিক্যাল কলেজের নিউরো বিভাগের প্রাক্তন চেয়ারম্যান ও প্রখ্যাত নিউরো সার্জন প্রফেসর ডা. মো. রেজাউল আলমের সভাপতিত্বে ও অর্থ সম্পাদক একেএম মাহবুব আলম হিরার সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন ফুলবাড়ী কলেজের সাবেক ভিপি, পিলখানা বি ডি আর হত্যাকাণ্ডের তদন্ত কমিশনের চেয়ারম্যান ও বিডিআর’র প্রাক্তন মহাপরিচালক (বীরমুক্তিযোদ্ধা) মেজর জেনারেল আ ল ম ফজলুর রহমান এনডিসি- পি এস সি, শিক্ষা মন্ত্রণালয়ের প্রাক্তন যুগ্ম সচিব বীর মুক্তিযোদ্ধা মো.মতিউর রহমান শাহ, সোনারগাঁ হোটেল’র প্রাক্তন চিফ মেডিক্যাল অফিসার ডা.শাহ আব্দুল কাদের, নাট্য ব্যক্তিত্ব প্রকৌশলী আবু মাসুদ মো.হাসানুজ্জামান, বেঙ্গল গ্রুপের চেয়ারম্যান ও দৈনিক ভোরের আকাশের প্রধান সম্পাদক মো.জাহের উদ্দিন সরকার,ফুলবাড়ী কলেজের সাবেক ভিপি ও ফুলবাড়ী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মো.নাজমুল হক নাজিম প্রমূখ।
অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য দেন,সংগঠনের পৃষ্ঠপোষক ও মিলনমেলা উদযাপন কমিটির আহবায়ক হামিদুল হক চৌধুরী, স্বাগত বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক এ এস এম জাফর সাদিক সোহেল।
এ সময় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রাক্তন হাইকমিশনার ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পরিচালক মো.সুফিউর রহমান, বাংলাদেশ সেনাবাহিনীর সদর দপ্তরে কর্মরত ব্রিগেডিয়ার জেনারেল মো. হুমায়ুন কবির,ভূতত্ত্ব ও খনিজ সম্পদ অধিদপ্তরের প্রাক্তন ডিজি ডক্টর একেএম খোরশেদ আলম, শ্রমঅধিদপ্তরের প্রাক্তন এডিশনাল ইন্সপেক্টর জেনারেল এম জহুরুল হক, ঢাকা বাংলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. কামরুল ইসলাম, সাবেক সেনা কর্মকর্তা লে.কর্নেল মো.সাখাওয়াত হোসাইন, পুলিশ সদর দপ্তরে কর্মরত অতিরিক্ত পুলিশ সুপার আবু জাফর মোহাম্মদ রহমতুল্লাহ, নিউরো বিশেষজ্ঞ ডা. আব্দুল আহাদ উপস্থিত ছিলেন ।এছাড়াও ঢাকা, ফুলবাড়ী সমিতির সকল নেতৃবৃন্দ সহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা, শিক্ষাবিদ, বিশেষজ্ঞ চিকিৎসক, প্রকৌশলী,ব্যবসায়ী, আইনজীবী, বেসরকারি সংস্থার কর্মকর্তা, সুশীল সমাজের নেতৃবৃন্দ, সাংবাদিকসহ নানা শ্রেণি-পেশার মানুষ এতে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন অনু জানান, রেজিস্ট্রেশনের মাধ্যমে পাঁচ শতাধিক ব্যক্তি এ মিলন মেলায় অংশগ্রহণ করেন।তাদের জন্য সকালের নাস্তা, দুপুরের খাবার, বিকেলের নাস্তাসহ চা-কফি ব্যবস্থা ছিল।
সংগঠনের অন্যতম সদস্য উম্মে সালমা বর্ষা জানান, নিবন্ধনকৃত ছেলেদের জন্য টি-শার্ট, মেয়েদের জন্য লেদার ব্যাগ ও শিশুদের জন্য ছিল আকর্ষণীয় উপহার। এছাড়া শিশুদের খেলার পুরস্কার ও শান্তনা পুরস্কারসহ কৃতি শিক্ষার্থীদের জন্য ছিল বিশেষ উপহার। নিবন্ধনকৃতদের মধ্যে র‍্যাফেল ড্রর মাধ্যমে ৫০ জন বিজয়ীকে আকর্ষণীয় পুরস্কার প্রদান করা হয়। প্রথম পুরস্কার ছিল কাফল এয়ার টিকিট।
ঢাকা ফুলবাড়ী সমিতির মিলনমেলায় এসে অনুসন্ধানী সাংবাদিক মাসউদ রানা বলেন, কর্মব্যস্ত জীবনের বাহিরে এ ধরনের মিলনমেলার আয়োজন পারস্পারিক সোহার্দ্য-সম্প্রীতি আরো সুদৃঢ় করে এবং সংগঠনের ঐক্য ও সংহতি বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি মনে করেন এই ঐতিহ্য-সংস্কৃতি লালন ও ধারণ করে ফুলবাড়ী সমিতি ইতিহাসের অংশ হয়ে থাকবে।