ফুলবাড়ী থানায় বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদদের আত্মার মাগফিরাত কামনা
দিনাজপুরের ফুলবাড়ী থানায় বৈষম্যবিরোধী আন্দোলনে বীর শহীদদের আত্মার মাগফিরাত কামনায় এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
১২আগস্ট রবিবার বাদ মাগরিব ফুলবাড়ী থানা মসজিদে বৈষম্যবিরোধী কোটা সংস্কার আন্দোলনে এবং পরবর্তী পরিস্থিতিতে যে পুলিশ,ছাত্র-জনতা শাহাদত বরণ করেছেন তাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।এসময় ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ মোস্তাফিজার রহমান সহ থানার অন্যান্য পুলিশ ও সেনা সদস্যরা উপস্থিত ছিলেন।সুধীসমাজের নেতৃবৃন্দের মধ্যে দিনাজপুর প্রেসক্লাব ও সুশাসনের জন্য নাগরিক সুজন এবং জেলা ক্যাবের নির্বাহী সদস্য উপজেলা ক্যাবের সভাপতি মাসউদ রানা উপস্থিত ছিলেন।
ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ মোস্তাফিজার রহমান জানান, ছাত্র-জনতার সহযোগিতায় ফুলবাড়ী থানা ভবনে কোন ভাঙচুর বা হামলা হয়নি।সকলে আমাদের প্রতি আন্তরিক।আগামীকাল সোমবার থেকে আমাদের থানার কার্যক্রম যথারীতি চলবে।আমরা আগামীকাল দুপুর ২:৩০মিনিটে ফুলবাড়ি শহরের প্রাণকেন্দ্র নিমতলা মোড়ে গিয়ে ছাত্র-জনতার সাথে সৌহার্দ্যপূর্ণ শুভেচ্ছা বিনিময় এবং ফুলেল শুভেচ্ছা বিনিময় করবো।