সাংবাদিকদের সঙ্গে নবাগত ইউএনও’র মতবিনিময়


দিনাজপুরের ফুলবাড়ীতে নবনিযুক্ত উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও’র) সঙ্গে গণমাধ্যম কর্মীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৪ মার্চ) দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে ইউএনও’র সভাকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার মো. ইসাহাক আলী সাংবাদিকদের সঙ্গে পরিচিত হন । আলোচনা সভায় তাদের বক্তব্যের মাধ্যমে উপজেলার সমস্যা ও সম্ভাবনার কথা শোনেন এবং পারস্পারিক সহযোগিতার মাধ্যমে ফুলবাড়ীকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা সমাজের দর্পণ, জাতির বিবেক সমাজে যে সমস্ত অসঙ্গতি আছে আপনাদের মাধ্যমে দেশবাসী জানতে পারে। আপনাদের লেখনীর মাধ্যমে সমাজকে পরিবর্তন করতে হবে। আপনাদের কলম অহেতুক কাউকে হেনস্থা করার জন্য নয়। বিবেককে কাজে লাগাতে হবে। মনে রাখতে হবে প্রকৃতির প্রতিশোধ বড় নির্মম; কাউকে ছাড় দেয় কিন্তু ছাড়ে না।
৩৫ তম বিসিএস এর এই কর্মকর্তা সরকারী নিয়ম-নীতির মধ্যে নির্মহভাবে জনগণের প্রাপ্য সেবা নিশ্চিত করতে চান। এ ব্যাপারে তিনি ফুলবাড়ী উপজেলার সার্বিক উন্নয়ন ও অগ্রযাত্রায় সবার ইতিবাচক সহযোগিতা কামনা করেন।
এ সময় সিনিয়র সহকারী কমিশনার ভূমি মোহাম্মাদ জাফর আরিফ চৌধুরীর সঞ্চালনায় বক্তব্য প্রদান করেন দৈনিক নয়া দিগন্ত ও করতোয়ার ফুলবাড়ী প্রতিনিধ সেখ সাব্বির আলী, দৈনিক সমকালের প্রতিনিধি ও ফুলবাড়ী প্রেসক্লাবের প্রাক্তন সভাপতি মো. আজিজুল হক, দৈনিক ভোরের আকাশের স্টাফ রিপোর্টার, দিনাজপুর প্রেসক্লাব ও সুজনের নির্বাহী সদস্য উপজেলা ক্যাবের সভাপতি মাসউদ রানা, আমাদের সময়ের প্রতিনিধি ফুলবাড়ি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. ওয়াহিদুল আলম ডিফেন্স, ইনকিলাব প্রতিনিধি ও ফুলবাড়ী উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. আবু শহীদ, সাধারণ সম্পাদক ও আজকের পত্রিকার প্রতিনিধি মো. মেহেদী হাসান উজ্জ্বল, যায়যায় দিনের প্রতিনিধি মো. রজব আলী, রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও ভোরের দর্পণের প্রতিনিধি মো. হারুন-উর রশিদ, দৈনিক আমার দেশের প্রতিনিধি মো, মোকাররম হোসেন প্রমূখ। এছাড়াও স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, তিনি ইতিপূর্বে গাইবান্ধা সাঘাটার উপজেলা নির্বাহী অফিসার হিসেবে কর্মরত ছিলেন। সম্প্রতি জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তাকে দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার নির্বাহী অফিসার হিসাবে বদলী করা হয়। ২০ মার্চ দিনাজপুর জেলা প্রশাসকের কার্যালয়ে যোগদান করে ২৩ মার্চ ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার হিসেবে তিনি দায়িত্বভার গ্রহণ করেন।
৩৫ তম বিসিএস এর এই কর্মকর্তা ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুষ্টি ও খাদ্য বিজ্ঞান বিভাগ থেকে সাফল্যের সাথে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত জীবনে তিনি এক সন্তানের জনক। তার পৈত্রিক নিবাস সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায়।