নিজেকে ও দেশকে এগিয়ে নিতে বললেন জেলা প্রশাসক -আফিয়া আখতার


রাজশাহী জেলা প্রশাসক জনাব আফিয়া আখতার এর বাঘা উপজেলার কর্মকর্তা, রাজনৈতিক, শিক্ষক সাংবাদিক, সুধীজন ও ছাত্র-ছাত্রীদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার ১৭ এপ্রিল সকাল সারে ১১ টায় উপজেলা সম্মেলন হলে এ মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসকের এই মতবিনিময় সভায় প্রথমে কোরআন তেলাওয়াত এর মধ্যদিয়ে শুরু করা হয়।উপজেলা বিভিন্ন কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ এতে বক্তব্য রাখেন। জেলা প্রশাসকের বক্তব্যে তিনি ছাত্র-ছাত্রী অভিভাবক এবং সকলকেই নিজেকে এবং দেশকে এগিয়ে নিয়ে যেতে বলেন সার্বিক সহযোগী ও উন্নয়নের মাধ্যমে। উপজেলা ব্যাপী মাদক নির্মূল, আইনশৃঙ্খলা রক্ষায় উপস্থিত সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন। বাঘা উপজেলা প্রশাসন কর্তৃক নির্ধারিত ১২জন ছাত্র ছাত্রী দের মাঝে নতুন বাইসাইকেল ও প্রতিবন্ধীদের হুইল চেয়ার বিতরণ করেন।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,উপজেলা নির্বাহী অফিসার শাম্মী আক্তার, সহকারী কমিশনার (ভূমি)সাবিহা সুলতানা ডলি, বাঘা উপজেলার বিএনপি আহবায়ক ফকরুল হাসান বাবলু, সাবেক উপজেলা বিএনপি সভাপতি অধ্যাপক জাহাঙ্গীর হোসেন,জামায়াতের আমির আব্দুল্লাহ আল মামুন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স টিএইচও ডাক্তার আসাদুজ্জামান আসাদ, তদন্ত ওসি সুপ্রভাতসহ সকল কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ,শিক্ষকগণ,সাংবাদিক, ও ছাত্র -ছাত্রী বৃন্দ।