ঢাকা ১০:৫১ অপরাহ্ন, শুক্রবার, ১৩ জুন ২০২৫, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সিরাজগঞ্জের সাবেক এমপির এপিএস এখন নামধারী সাংবাদিক সিলেট জুড়ে তীব্র গরম, বৃষ্টির আভাস আবহাওয়া অধিদপ্তরের নিজের মেয়েকে বাঁচাতে গিয়ে বাবা ও মেয়ে একসাথে চলে গেলেন না ফেরার দেশে কালিয়ায় সেনাবাহিনীর অভিযানে এক কলেজ ছাত্র’র বাড়ি থেকে স্নাইপার নাইট্রো রাইফেল উদ্ধার সংবাদ উপস্থাপক সাফিনা আহমেদ তরীর রহস্যময় মৃত্যু নিজ সাংসদীয় (আসন ১৬ )  এলাকায় বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণ ও ফ্রি ফ্রাইডে ক্লিনিক উদ্বোধন করলেন- আমিনুল হক সন্ত্রাসী আসলাম গাজীর হুকুমে গর্ভবতী নারী ফরজানার হত্যার অভিযোগ প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন দক্ষিণ কোরিয়ার উদারপন্থি নেতা লি জায়ে মিয়ং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশানের বাড়ির নামজারির কাগজ পৌঁছে দিলেন- গণপূর্ত উপদেষ্টা মিরপুর থানা ছাত্রদলের আহবায়ক নির্বাচিত অনিক রহমান

আজও পদে পদে বাধাগ্রস্ত হচ্ছে গণতন্ত্রের নিরবচ্ছিন্ন যাত্রা : খালেদা জিয়া

শিব-বি শিহাব

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির প্রতিষ্ঠাতা, মহান স্বাধীনতার ঘোষক ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম-এর ৪৪তম শাহাদৎবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, “গণতন্ত্রের নিরবচ্ছিন্ন যাত্রা আজও প্রতিটি ধাপে বাধার সম্মুখীন হচ্ছে।”

বৃহস্পতিবার (২৯ মে) রাজধানীর রমনায় ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইইবি) মিলনায়তনে আয়োজিত সভায় তিনি আরও বলেন, “এই দিনটি আমাদের পরিবারের জন্য বেদনার; তবে এটি কেবল একটি পারিবারিক শোক নয় সমগ্র জাতির জন্য একটি গভীর শোকের দিন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের সঙ্গে অবিচ্ছেদ্যভাবে জড়িয়ে থাকা এক অনন্য নাম। তিনি চট্টগ্রাম থেকে স্বাধীনতার ঘোষণা দিয়ে জাতির মুক্তির পথ দেখিয়েছিলেন, এবং সেখানেই একজন দেশপ্রেমিক, দূরদর্শী ও সৎ রাষ্ট্রনায়ক হিসেবে জীবন উৎসর্গ করেছিলেন।”

বেগম জিয়া আরও বলেন, “গণতন্ত্র, আইনের শাসন, বিচার বিভাগের স্বাধীনতা, সংবাদপত্রের স্বাধীনতা, অর্থনৈতিক স্বনির্ভরতা এবং আত্মনির্ভরশীল উন্নয়নের যে ভিত্তিপ্রস্তর শহীদ জিয়া স্থাপন করেছিলেন তা আজও আমাদের প্রেরণার উৎস। দুঃখজনক হলেও সত্য, তার শাহাদতের চার দশক পরও সেই গণতন্ত্র বারবার বাধাগ্রস্ত হচ্ছে। আমরা বিশ্বাস করি, খুব শিগগিরই এদেশে সত্যিকারের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হবে। সেটাই হোক শহীদ জিয়ার স্মৃতির প্রতি আমাদের অঙ্গীকার।”

তিনি দলীয় নেতাকর্মী ও দেশবাসীর উদ্দেশ্যে বলেন, “আমি বিএনপির সর্বস্তরের নেতাকর্মী এবং বাংলাদেশের জনগণের প্রতি আহ্বান জানাই সুশৃঙ্খল ও সাহসী পদক্ষেপের মাধ্যমে আমাদের লক্ষ্য অর্জনে অবিচল থাকুন। শহীদ জিয়া যে জনগণের শাসন, উন্নয়ন ও গণতন্ত্রভিত্তিক রাজনীতির পথ রচনা করে গেছেন, সেই আদর্শ বাস্তবায়নের মাধ্যমেই আমরা তার প্রতি প্রকৃত শ্রদ্ধা জানাতে পারি। আমরা তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি।”

ট্যাগস :
আপডেট সময় ০২:০৯:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫
১৫ বার পড়া হয়েছে

আজও পদে পদে বাধাগ্রস্ত হচ্ছে গণতন্ত্রের নিরবচ্ছিন্ন যাত্রা : খালেদা জিয়া

আপডেট সময় ০২:০৯:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির প্রতিষ্ঠাতা, মহান স্বাধীনতার ঘোষক ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম-এর ৪৪তম শাহাদৎবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, “গণতন্ত্রের নিরবচ্ছিন্ন যাত্রা আজও প্রতিটি ধাপে বাধার সম্মুখীন হচ্ছে।”

বৃহস্পতিবার (২৯ মে) রাজধানীর রমনায় ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইইবি) মিলনায়তনে আয়োজিত সভায় তিনি আরও বলেন, “এই দিনটি আমাদের পরিবারের জন্য বেদনার; তবে এটি কেবল একটি পারিবারিক শোক নয় সমগ্র জাতির জন্য একটি গভীর শোকের দিন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের সঙ্গে অবিচ্ছেদ্যভাবে জড়িয়ে থাকা এক অনন্য নাম। তিনি চট্টগ্রাম থেকে স্বাধীনতার ঘোষণা দিয়ে জাতির মুক্তির পথ দেখিয়েছিলেন, এবং সেখানেই একজন দেশপ্রেমিক, দূরদর্শী ও সৎ রাষ্ট্রনায়ক হিসেবে জীবন উৎসর্গ করেছিলেন।”

বেগম জিয়া আরও বলেন, “গণতন্ত্র, আইনের শাসন, বিচার বিভাগের স্বাধীনতা, সংবাদপত্রের স্বাধীনতা, অর্থনৈতিক স্বনির্ভরতা এবং আত্মনির্ভরশীল উন্নয়নের যে ভিত্তিপ্রস্তর শহীদ জিয়া স্থাপন করেছিলেন তা আজও আমাদের প্রেরণার উৎস। দুঃখজনক হলেও সত্য, তার শাহাদতের চার দশক পরও সেই গণতন্ত্র বারবার বাধাগ্রস্ত হচ্ছে। আমরা বিশ্বাস করি, খুব শিগগিরই এদেশে সত্যিকারের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হবে। সেটাই হোক শহীদ জিয়ার স্মৃতির প্রতি আমাদের অঙ্গীকার।”

তিনি দলীয় নেতাকর্মী ও দেশবাসীর উদ্দেশ্যে বলেন, “আমি বিএনপির সর্বস্তরের নেতাকর্মী এবং বাংলাদেশের জনগণের প্রতি আহ্বান জানাই সুশৃঙ্খল ও সাহসী পদক্ষেপের মাধ্যমে আমাদের লক্ষ্য অর্জনে অবিচল থাকুন। শহীদ জিয়া যে জনগণের শাসন, উন্নয়ন ও গণতন্ত্রভিত্তিক রাজনীতির পথ রচনা করে গেছেন, সেই আদর্শ বাস্তবায়নের মাধ্যমেই আমরা তার প্রতি প্রকৃত শ্রদ্ধা জানাতে পারি। আমরা তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি।”