ঢাকা মহানগর উত্তর যুবদলের সদস্য সচিব সাজ্জাদুল মিরাজের নেতৃত্বে ৩১ দফার লিফলেট বিতরণ


বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন ও জনমত সৃষ্টির লক্ষে রাজধানীর মিরপুরে গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
২ জুলাই, বুধবার বিকেলে মিরপুরের শাহআলী থানা ও মিরপুর থানার বিভিন্ন মোড়ে মোড়ে সর্বসাধারণের মাঝে এ লিফলেট বিতরণ করা হয়।
ঢাকা মহানগর উত্তর যুবদলের সদস্য সচিব সাজ্জাদুল মিরাজের নেতৃত্বে ৩১ দফার লিফলেট বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন শাহআলী থানা যুবদল নেতা আব্দুর রহমান শিকদার নয়ন সহ স্থানের যুব নেতাবৃন্দ
লিফলেট বিতরণকালে সাজ্জাদুল মিরাজ বলেন, বাংলাদেশে জনগণের ভোটাধিকার হরণ করা হয়েছে। রাষ্ট্র কাঠামো সংস্কার ও জনগণের সরকার প্রতিষ্ঠার লক্ষ্যেই বিএনপির ৩১ দফা প্রস্তাব। তারেক রহমানের ৩১ দফা সম্পর্কে জনগণকে অবগত করতে হবে। স্বৈরাচারী সরকারের পতনের পর অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান কাজ হলো রাষ্ট্রীয় ন্যূনতম সংস্কার এবং একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করা। এই সংকট থেকে উত্তরণে জনগণের ভোটই একমাত্র পথ।