মিরপুরে অটোরিকশার চাপায় শিশুর মৃত্যু,পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী


রাজধানীর মিরপুর ১১ নম্বর সেকশনের এভিনিউ-৫ এলাকায় ব্যাটারিচালিত অটোরিকশার চাপায় এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে, শিশুটির নাম রেদোয়ান। গত কাল সন্ধ্যা ৬টা ৩০ মিনিটের দিকে এই দুর্ঘটনা ঘটে বলে স্থানীয়রা জানিয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, শিশুটি রাস্তা পার হওয়ার সময় একটি দ্রুতগামী অটোরিকশা তাকে চাপা দেয়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে ধারণা করা হচ্ছে। দুর্ঘটনার পরপরই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। ক্ষুব্ধ জনতা বেশ কয়েকটি অটোরিকশা ভাঙচুর করে এবং যান চলাচলে বিঘ্ন ঘটায়। পরে সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
দুর্ঘটনার পর শুরুতে শিশুটির পরিচয় পাওয়া না গেলেও, পরে তার পরিবারকে শনাক্ত করে মরদেহ হস্তান্তর করা হয়।
স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন, এলাকায় ব্যাটারিচালিত অটোরিকশার সংখ্যা দিনে দিনে বেড়ে চলেছে এবং চালকরা নিয়ম না মেনে বেপরোয়া গতিতে এসব যানবাহন চালাচ্ছেন। অনেকেই এই ঘটনাকে দুর্ঘটনা নয়, বরং অদক্ষ ও বেপরোয়া চালনার কারণে সংঘটিত “অবহেলাজনিত হত্যাকাণ্ড” হিসেবে দেখছেন।
এ বিষয়ে একজন বাসিন্দা বলেন, “এভাবে চলতে থাকলে আরও অনেক মায়ের কোল খালি হবে। এখনই যদি কার্যকর পদক্ষেপ না নেওয়া হয়, তবে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে।”