ঢাকা ০৫:৪৩ অপরাহ্ন, রবিবার, ২০ জুলাই ২০২৫, ৫ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
রাজধানীতে “সমাজ উন্নয়নে পেশাজীবীদের করণীয়” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত বাংলাদেশ বিক্রয় প্রতিনিধি ওয়েলফেয়ার সোসাইটির পাংশা উপজেলার দ্বিবার্ষিকী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে সরকারি বাঙলা কলেজের রাজবাড়ী জেলা ছাত্র কল্যাণ পরিষদের নতুন কমিটির আত্মপ্রকাশ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বিএনপির উদ্যোগে তৃণমূল কর্মীসভা অনুষ্ঠিত শাহ আলী থানা যুবদল নেতা নয়ন ও জহিরের নেতৃত্বে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত গোপালগঞ্জে বর্বরোচিত হামলার প্রতিবাদে কোনাবাড়ীতে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল শ্রীনগর বাড়ৈখালী ইউনিয়ন যুবদলের ত্যাগী নেতা মনির নড়াইল লোহাগড়ায় জমিজমা বিরোধে জোড়া খুনের ঘটনা ঘটেছে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত ।। তিন ব্যবসায়ীকে অর্থদণ্ড কোন নিয়ম নীতির তোয়াক্কা না করে কমিটির সভাপতি, উচ্চতর গ্রেড নিয়ে লক্ষাধিক টাকা লুফে নেওয়ার অভিযোগ

মিরপুরে অটোরিকশার চাপায় শিশুর মৃত্যু,পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী

মিরপুর প্রতিনিধি

রাজধানীর মিরপুর ১১ নম্বর সেকশনের এভিনিউ-৫ এলাকায় ব্যাটারিচালিত অটোরিকশার চাপায় এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে, শিশুটির নাম রেদোয়ান। গত কাল সন্ধ্যা ৬টা ৩০ মিনিটের দিকে এই দুর্ঘটনা ঘটে বলে স্থানীয়রা জানিয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, শিশুটি রাস্তা পার হওয়ার সময় একটি দ্রুতগামী অটোরিকশা তাকে চাপা দেয়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে ধারণা করা হচ্ছে। দুর্ঘটনার পরপরই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। ক্ষুব্ধ জনতা বেশ কয়েকটি অটোরিকশা ভাঙচুর করে এবং যান চলাচলে বিঘ্ন ঘটায়। পরে সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

দুর্ঘটনার পর শুরুতে শিশুটির পরিচয় পাওয়া না গেলেও, পরে তার পরিবারকে শনাক্ত করে মরদেহ হস্তান্তর করা হয়।

স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন, এলাকায় ব্যাটারিচালিত অটোরিকশার সংখ্যা দিনে দিনে বেড়ে চলেছে এবং চালকরা নিয়ম না মেনে বেপরোয়া গতিতে এসব যানবাহন চালাচ্ছেন। অনেকেই এই ঘটনাকে দুর্ঘটনা নয়, বরং অদক্ষ ও বেপরোয়া চালনার কারণে সংঘটিত “অবহেলাজনিত হত্যাকাণ্ড” হিসেবে দেখছেন।

এ বিষয়ে একজন বাসিন্দা বলেন, “এভাবে চলতে থাকলে আরও অনেক মায়ের কোল খালি হবে। এখনই যদি কার্যকর পদক্ষেপ না নেওয়া হয়, তবে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে।”

ট্যাগস :
আপডেট সময় ০৪:৩০:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ জুলাই ২০২৫
২৪ বার পড়া হয়েছে

মিরপুরে অটোরিকশার চাপায় শিশুর মৃত্যু,পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী

আপডেট সময় ০৪:৩০:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ জুলাই ২০২৫

রাজধানীর মিরপুর ১১ নম্বর সেকশনের এভিনিউ-৫ এলাকায় ব্যাটারিচালিত অটোরিকশার চাপায় এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে, শিশুটির নাম রেদোয়ান। গত কাল সন্ধ্যা ৬টা ৩০ মিনিটের দিকে এই দুর্ঘটনা ঘটে বলে স্থানীয়রা জানিয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, শিশুটি রাস্তা পার হওয়ার সময় একটি দ্রুতগামী অটোরিকশা তাকে চাপা দেয়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে ধারণা করা হচ্ছে। দুর্ঘটনার পরপরই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। ক্ষুব্ধ জনতা বেশ কয়েকটি অটোরিকশা ভাঙচুর করে এবং যান চলাচলে বিঘ্ন ঘটায়। পরে সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

দুর্ঘটনার পর শুরুতে শিশুটির পরিচয় পাওয়া না গেলেও, পরে তার পরিবারকে শনাক্ত করে মরদেহ হস্তান্তর করা হয়।

স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন, এলাকায় ব্যাটারিচালিত অটোরিকশার সংখ্যা দিনে দিনে বেড়ে চলেছে এবং চালকরা নিয়ম না মেনে বেপরোয়া গতিতে এসব যানবাহন চালাচ্ছেন। অনেকেই এই ঘটনাকে দুর্ঘটনা নয়, বরং অদক্ষ ও বেপরোয়া চালনার কারণে সংঘটিত “অবহেলাজনিত হত্যাকাণ্ড” হিসেবে দেখছেন।

এ বিষয়ে একজন বাসিন্দা বলেন, “এভাবে চলতে থাকলে আরও অনেক মায়ের কোল খালি হবে। এখনই যদি কার্যকর পদক্ষেপ না নেওয়া হয়, তবে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে।”