সংবাদ শিরোনাম
বিচারবহির্ভূত হত্যাকান্ডে মৃত্য শহীদ আসিফ সিকদারের নামাজে জানাজা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

বিচারবহির্ভূত হত্যাকান্ডে মৃত্যু শহীদ আসিফ সিকদারের নামাজে জানাজায় হাজার হাজার নেতৃবৃন্দ উপস্থিতিতে জানাজা নামাজ অনুষ্ঠিত।
ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের অকুতোভয় যোদ্ধা ঢাকা মহানগর উত্তর যুবদলের আওতাধীন শাহআলী থানা যুবদল নেতা নিরাপত্তা হেফাজতে হত্যা’র অভিযোগ এনেছে তার পরিবার ও দলীয় নেতৃবৃন্দ।মরহুম আসিফ শিকদার এর নামাজে জানাজায় এই অভিযোগ করেন তার চাচা কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
উক্ত জানাজা নামাজে উপস্থিত ছিলেন, ঢাকা মহানগর মহানগর উত্তর বিএনপির আহবায়ক আমিনুল হক, যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন,কেন্দ্রীয় বিএনপি’র অন্যতম সদস্য জনাব মামুন হাসান, ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য জনাব হুমায়ুন কবির রওশন, কেন্দ্রীয় যুবদলের সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান জুয়েল, ঢাকা মহানগর উত্তর যুবদলের আহ্বায়ক শরীফ উদ্দিন জুয়েল, সদস্য সচিব সাজ্জাদুল মিরাজ। ঢাকা মহানগর উত্তর যুবদল সাবেক সদস্য সচিব মোস্তফা জগলুল পাশা পাপেল, মহানগর উত্তর যুবদলের সাবেক যুগ্ন আহবায়ক জনাব খলিলুর রহমান চৌধুরী, সাবেক সদস্য রফিকুল ইসলাম,মো: হানিফ মিয়া,শাহআলী থানা বিএনপির আহবায়ক এস এম কায়সার পাপ্পু, ঢাকা মহানগর পশ্চিম ছাএদলের সভাপতি মৃত্যুঞ্জয়ী ছাত্রনেতা জনাব রবিন খান। মিরপুর থানা যুবদলের আহবায়ক মো: শাকিল মোল্লা, সদস্য সচিব আমিনুর রহমান শান্ত,শাহআলী থানা ছাএদলের সাবেক আহবায়ক আবুল কালাম আজাদ লেলিন,শাহআলী থানা ছাএদলের আহবায়ক, সাব্বির হোসেন, মিরপুর থানা ছাএদলের আহবায়ক আকিল আহমেদ অনিক সহ ছাত্রদল সহ বিএনপি’র অঙ্গ ও সহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মী অংশগ্রহণ করেন।
ট্যাগস :