রাজবাড়ির কালুখালীতে বিএনপির নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচি অনুষ্ঠিত


ফ্যাসিস্ট সরকারের পতন হলেও আমরা এখনো সৈরাচার মুক্ত হতে পারিনি। সৈরাচারের দোসররা আমাদের মাঝে যেন না মিশতে পারে সেদিকে সুদৃষ্টি রাখতে হবে। বিএনপির নতুন সদস্য সংগ্রহ ও সদস্য নবায়ন শুভ উদ্বোধনীতে তিনি আর বলেন । আপনারা যারা এই কাজে সহযোগীতা করবেন তাদের কে সতর্ক থাকতে হবে। সৈরাচার হাসিনা পালানোর পর থেকে আমাদের কোনো পরিবর্তন হয়নি। আমরা আগেও যেমন ছিলাম এখনো তেমনই আছি। নতুন সদস্য যারা হবেন তাদের কে দলীয় নিয়মনীতি মেনে চলতে হবে। ফ্যাসিষ্ট সরকারের পতনের পর অন্তবর্তী সরকার গঠিত হয়েছে দেশের জনগণের অকুন্ঠ সমর্থনে। বর্তমান সরকারের কাছে আমাদের দাবি নির্বাচনের পরিবেশ তৈরী করে জাতীয় নির্বাচনের সুষ্পষ্ট রোডম্যাপ ঘোষণা করুন। রাজবাড়ীর কালুখালীতে উপজেলা বিএনপির নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচী’র শুভ উদ্বোধন অনুষ্ঠানে রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হারুণ অর রশিদ একথা বলেন।
শুক্রবার (১ আগস্ট) বিকাল ৫টায় কালুখালী সরকারী কলেজ এর হলরুমে কালুখালী উপজেলা বিএনপির সভাপতি মোঃ লুৎফর রহমান খান এর সভাপতিত্বে প্রধান অতিথি বক্তব্য রাখেন রাজবাড়ী জেলা বিএনপির আহবায়ক এ্যাড: লিয়াকত আলী বাবু। তিনি তার বক্তব্যে বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর নতুন সদস্য সংগ্রহ ও সদস্য নবায়ন আজ শুভ উদ্বোধন হলো। আমাদের সতর্ক থাকতে হবে সৈরাচারের কোনো সদস্য যেন জাতীয়তাবাদী দলের সদস্য হতে না পারে। সবাইকে দলীয় শৃঙ্খলা বজায় রাখতে হবে। দলীয় দিক নির্দেশনা মোতাবেক কাজ করে যেতে হবে।
কালুখালী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এ্যাডঃ রাকিবুল হাসান রুমা’র সঞ্চালণায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য আব্দুস সালাম, ঢাকা কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি গাজী রহমান মানিক, রাজবাড়ী জেলা স্বেচ্ছাসেবকদলের সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমান লিখন, সদস্য সচিব তুহিনুর রহমান তুহিন, বিএনপি নেতা খালেদ মাহমুদ পাভেল, রাজবাড়ী জেলা ছাত্রদলের আহবায়ক আরিফুল ইসলাম রোমান, সদস্য সচিব শাহিনুর রহমান, কালুখালী উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি তৈয়বুর রহমান তৈয়ব, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান তোতা, শাহজালাল মিয়া, প্রচার ও প্রকাশনা সম্পাদক আবু তালেব, যুবদল নেতা ফেরদৌস হাসান টিটো, কালুখালী উপজেলা স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব জিয়াউর রহমান জিয়া, কালুখালী উপজেলা ছাত্রদলের সভাপতি মোঃ জামাল খান, সাধারণ সম্পাদক আহাদুজ্জামান সূর্য এছাড়াও বিভিন্ন ইউনিয়নের বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।