সংবাদ শিরোনাম
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের দাবিতে রেলপথ অবরোধ

আবুল কালাম আজাদ (উল্লাপাড়া) সিরাজগঞ্জ

সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়ার শাহজাদপুর রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের দাবিতে রেলপথ অবরোধ করে বিক্ষোভ করছে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এতে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেলযোগাযোগ বন্ধ রয়েছে।
বুধবার সকাল ৯ টা থেকে সিরাজগঞ্জের উল্লাপাড়া রেলপথ অবরোধ করে বিক্ষোভ করছেন তারা।
এসময় শিক্ষার্থীরা বলেন, বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ৯ বছর পেরিয়ে গেলেও এখন পর্যন্ত স্থায়ী ক্যাম্পাস নির্মাণ হয়নি।
দ্রুত দাবি বাস্তবায়ন না হলে আরোও কঠোর কর্মসূচির হুশিয়ারী দেন তারা।
এদিকে রাজশাহী থেকে ছেড়ে আসা সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনটি মোহনপুর রেলস্টেশনে আটকা পড়েছে এবং ঢাকা থেকে ছেড়ে আসা ধুমকেতু ট্রেন টি জামতৈল ষ্টেশনে আটকা পড়ায় যাত্রীদের ভোগান্তি পোহাতে হচ্ছে।
ট্যাগস :