সংবাদ শিরোনাম
উল্লাপাড়ায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

আবুল কালাম আজাদ

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৫ অক্টোবর) সকালে উপজেলা নির্বাহী অফিসার আবু সালেহ মোহাম্মদ হাসনাতের উপস্থিতিতে উপজেলা পরিষদ চত্বর থেকে বর্ণাঢ্য র্যালিটি বের হয়ে থানা মোড় হয়ে পুনরায় উপজেলা চত্বরে এসে শেষ হয়।
পরবর্তীতে উপজেলা হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উল্লাপাড়া উপজেলা নির্বাহী অফিসার আবু সালেহ মোহাম্মদ হাসনাত। আরোও উপস্থিত ছিলেন, সরকারি মার্চেন্টস পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মীর আব্দুল হান্নান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, মো: আব্দুল কাদের বিশ্বাস, শিক্ষক সমিতির সভাপতি (উল্লাপাড়া উপজেলা শাখা), আব্দুল মান্নান তালুকদার, সাধারণ সম্পাদক, মো: শহিদুল ইসলাম সহ আরো অনেকে। ব্ক্তারা বিশ্ব শিক্ষক দিবসের নানা তাৎপর্য তুলে ধরেন।
ট্যাগস :