কেশবপুরে বিএনপির ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ ও গণসংযোগ


বিএনপির ঘোষিত ৩১ দফা কর্মসূচি জনগণের কাছে তুলে ধরতে শনিবার (১১ অক্টোবর) বিকালে যশোরের কেশবপুরে লিফলেট বিতরণ ও ব্যাপক গণসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। দলীয় নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।
উপজেলার পৌরসভা থেকে কর্মসূচি শুরু হয়ে গাজীরমোড়, মধু সড়ক ও থানার মোড়সহ আশপাশের বিভিন্ন স্থানে এই গণসংযোগ চালানো হয়। এ সময় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের হাজারও নেতাকর্মী অংশ নেন।
এই কর্মসূচিতে নেতৃত্ব দেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি এবং যশোর-৬ (কেশবপুর) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী কাজী রওনাকুল ইসলাম শ্রাবণ।
গণসংযোগ চলাকালে নেতাকর্মীরা দলীয় লিফলেট বিতরণ করেন এবং বিএনপির ঘোষিত ৩১ দফার বিভিন্ন দিক জনগণের কাছে ব্যাখ্যা করেন। তারা জানান, এই ৩১ দফা মূলত দেশের গণতন্ত্র পুনরুদ্ধার, নাগরিক অধিকার রক্ষা এবং জনগণের সরকার প্রতিষ্ঠার রূপরেখা।
গণসংযোগের সময় কাজী রওনাকুল ইসলাম শ্রাবণ বলেন, “জনগণের ভোটাধিকার ফিরিয়ে দিতে এবং গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপির ৩১ দফা হলো জনগণের মুক্তির সনদ।” তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন, “আমরা বিশ্বাস করি, জনগণ জেগে উঠেছে। এই আন্দোলন এখন ঘরে ঘরে পৌঁছে গেছে।”
তিনি আরও বলেন, “আগামী নির্বাচনে বিএনপি জনগণের শক্তিতে জয়ী হবে। আমাদের লক্ষ্য একটাই—গণতান্ত্রিক বাংলাদেশ গড়া। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে এ আন্দোলনে শামিল হতে হবে।” তিনি জানান, খুব শিগগিরই দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরে এসে আন্দোলনের নেতৃত্ব দেবেন এবং সেই প্রস্তুতি নিয়েই তারা মাঠে রয়েছেন।
সব ধরনের ভয়ভীতিকে উপেক্ষা করে বিএনপির এই গণসংযোগে জনগণের বিপুল সাড়া মিলেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। কেশবপুর উপজেলায় এখন ‘পরিবর্তনের বাতাস’ বইছে উল্লেখ করে নেতাকর্মীরা আশা প্রকাশ করেন যে জনগণ একটি গণতান্ত্রিক ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা দেখতে চায়।