রাজধানীতে বিশিষ্ট ব্যক্তিদের মাঝে উন্নত জাতের সবজি বীজ বিতরণ করছেন বাংলাদেশ পেশাজীবী ফেডারেশন

নগর জীবনে ছাদ কৃষি সম্প্রসারণ ও নিরাপদ সবজি উৎপাদনের লক্ষ্যে বাংলাদেশ পেশাজীবী ফেডারেশন(BPF) সম্প্রতি রাজধানীর বিশিষ্ট ব্যক্তিদের মাঝে উন্নত জাতের সবজি বীজ বিতরণ করেছে।
অনুষ্ঠানে অর্থকাল পত্রিকার সম্পাদক – প্রকাশক ও বিজিআইসি’র পিআরও কবি সালাম মাহমুদ এবং পুষ্পধারা প্রপার্টিজ লিমিটেডের পরিচালক জনাব খোরশেদ আহমেদ-এর হাতে উন্নত জাতের সবজি বীজ তুলে দেন বাংলাদেশ পেশাজীবী ফেডারেশন (BPF) এর কেন্দ্রীয় সভাপতি কৃষি লেখক সরকার মো. আবুল কালাম আজাদ।
এসময় কেন্দ্রীয় সভাপতির সাথে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সহ-সভাপতি জনাব করিম খান এবং সিনিয়র সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা মো. জিন্নাতুল ইসলাম জিন্নাহ।
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি সরকার আজাদ বলেন, “ছাদ কৃষি শুধু শখ নয়, এটি নগরবাসীর জন্য একটি টেকসই জীবনযাত্রার অংশ। প্রতিটি ছাদকে সবুজ ছাউনিতে পরিণত করা গেলে শহর হবে পরিবেশবান্ধব ও স্বাস্থ্যকর।”






















