ঢাকা ০৭:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫, ২৭ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
রবি মৌসুমে কৃষকদের মাঝে উন্নত জাতের সবজি বীজ বিতরণে বাংলাদেশ পেশাজীবী ফেডারেশন  উল্লাপাড়ায় ধানের শীষের কান্ডারী এম আকবর আলীর জনসভায় জনতার ঢল রাজবাড়ীর কালুখালীতে স্থাপিত হচ্ছে সেনা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ ঐতিহাসিক ৭ নভেম্বর উপলক্ষে কালিগঞ্জে বিএনপির মহাসমাবেশ ও বর্ণাঢ্য র‌্যালি আজ ঐতিহাসিক ৭ নভেম্বর- জাতীয় বিপ্লব ও সংহতি দিবস শাহআলী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ঢাকা–১৪ আসনে সানজিদা ইসলাম তুলির নির্বাচনী প্রচারণা ঢাকা-১৪ আসনে বিএনপি প্রার্থী সানজিদা ইসলাম তুলির প্রথম পদযাত্রা অনুষ্ঠিত সিরাজদিখানে পুলিশের আস্কারায় বেপরোয়া মাদক দস্যু সিন্ডিকেট পাংশায় দোকানঘর ও ক্রয়কৃত পজিশন ফেরতের দাবিতে সাবেক রেলমন্ত্রীর বিরুদ্ধে মানববন্ধন দখলবাজি ও চাঁদাবাজির অভিযোগে যুবদল নেতা নাইম হোসেন ও সোহাগ বহিষ্কার

স্বপ্নে দেখা নবাব সিরাজউদ্দৌলার নির্দেশ, ৯ বছরের সাধনায় তৈরি মুকুট ৫১ বছর ধরে ‘নবাব’ মোহাম্মদ আবুল কালাম

শিব-বি শিহাব

স্বপ্নে দেখা নবাব সিরাজউদ্দৌলার নির্দেশ, ৯ বছরের সাধনায় তৈরি মুকুট ৫১ বছর ধরে ‘নবাব’ মোহাম্মদ আবুল কালাম

৫১ বছর আগে এক অদ্ভুত স্বপ্নে দেখা পেয়েছিলেন বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলার। স্বপ্নে নবাব তাকে একটি মুকুট বানানোর নির্দেশ দেন এবং তাকে ১৫ দিনের জন্য শাসনভারও অর্পণ করেন—এই অতিলৌকিক অভিজ্ঞতা বদলে দেয় মোহাম্মদ আবুল কালামের জীবন।

স্বপ্নভঙ্গের পরও দমে যাননি তিনি। বরং নবাবের নির্দেশকে জীবনের ব্রত হিসেবে নিয়ে, শুরু করেন এক দীর্ঘ সাধনা। একটানা ৯ বছর ধরে মনের মতো করে তৈরি করেন এক বিশেষ মুকুট। ৭ সের বা প্রায় ৫.৫ কেজি ওজনের এই মুকুট আজও তার মাথায়।

আর শুধু তৈরি করেই থেমে যাননি—গত ৫১ বছর ধরে নিয়মিতভাবে ব্যবহার করে আসছেন সেই মুকুট। আশ্চর্য হলেও সত্য, এত ভারী মুকুট নিয়মিত ব্যবহারেও তার মাথা বা ঘাড়ে কোনও ব্যথা হয় না। বরং তিনি বলেন, “এই মুকুট পরে আমি গর্ব বোধ করি। এটা শুধু অলংকার নয়, এটা আমার দায়িত্বের প্রতীক।”

শহরের মানুষও তাকে চিনে আলাদা করে—মোহাম্মদ আবুল কালাম নয়, সবার মুখে মুখে তিনি এখন ‘নবাব’। চলাফেরা, পোশাক, ব্যবহার—সবকিছুতেই যেন এক নবাবি ছাপ।

তার জীবনগল্প আজও অনুপ্রেরণা দেয় যে, একটিমাত্র স্বপ্ন কিভাবে কাউকে গড়ে তুলতে পারে এক জীবন্ত কিংবদন্তিতে।

ট্যাগস :
আপডেট সময় ০৬:১২:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫
১৯ বার পড়া হয়েছে

স্বপ্নে দেখা নবাব সিরাজউদ্দৌলার নির্দেশ, ৯ বছরের সাধনায় তৈরি মুকুট ৫১ বছর ধরে ‘নবাব’ মোহাম্মদ আবুল কালাম

আপডেট সময় ০৬:১২:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫

স্বপ্নে দেখা নবাব সিরাজউদ্দৌলার নির্দেশ, ৯ বছরের সাধনায় তৈরি মুকুট ৫১ বছর ধরে ‘নবাব’ মোহাম্মদ আবুল কালাম

৫১ বছর আগে এক অদ্ভুত স্বপ্নে দেখা পেয়েছিলেন বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলার। স্বপ্নে নবাব তাকে একটি মুকুট বানানোর নির্দেশ দেন এবং তাকে ১৫ দিনের জন্য শাসনভারও অর্পণ করেন—এই অতিলৌকিক অভিজ্ঞতা বদলে দেয় মোহাম্মদ আবুল কালামের জীবন।

স্বপ্নভঙ্গের পরও দমে যাননি তিনি। বরং নবাবের নির্দেশকে জীবনের ব্রত হিসেবে নিয়ে, শুরু করেন এক দীর্ঘ সাধনা। একটানা ৯ বছর ধরে মনের মতো করে তৈরি করেন এক বিশেষ মুকুট। ৭ সের বা প্রায় ৫.৫ কেজি ওজনের এই মুকুট আজও তার মাথায়।

আর শুধু তৈরি করেই থেমে যাননি—গত ৫১ বছর ধরে নিয়মিতভাবে ব্যবহার করে আসছেন সেই মুকুট। আশ্চর্য হলেও সত্য, এত ভারী মুকুট নিয়মিত ব্যবহারেও তার মাথা বা ঘাড়ে কোনও ব্যথা হয় না। বরং তিনি বলেন, “এই মুকুট পরে আমি গর্ব বোধ করি। এটা শুধু অলংকার নয়, এটা আমার দায়িত্বের প্রতীক।”

শহরের মানুষও তাকে চিনে আলাদা করে—মোহাম্মদ আবুল কালাম নয়, সবার মুখে মুখে তিনি এখন ‘নবাব’। চলাফেরা, পোশাক, ব্যবহার—সবকিছুতেই যেন এক নবাবি ছাপ।

তার জীবনগল্প আজও অনুপ্রেরণা দেয় যে, একটিমাত্র স্বপ্ন কিভাবে কাউকে গড়ে তুলতে পারে এক জীবন্ত কিংবদন্তিতে।