স্বপ্নে দেখা নবাব সিরাজউদ্দৌলার নির্দেশ, ৯ বছরের সাধনায় তৈরি মুকুট ৫১ বছর ধরে ‘নবাব’ মোহাম্মদ আবুল কালাম

স্বপ্নে দেখা নবাব সিরাজউদ্দৌলার নির্দেশ, ৯ বছরের সাধনায় তৈরি মুকুট ৫১ বছর ধরে ‘নবাব’ মোহাম্মদ আবুল কালাম
৫১ বছর আগে এক অদ্ভুত স্বপ্নে দেখা পেয়েছিলেন বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলার। স্বপ্নে নবাব তাকে একটি মুকুট বানানোর নির্দেশ দেন এবং তাকে ১৫ দিনের জন্য শাসনভারও অর্পণ করেন—এই অতিলৌকিক অভিজ্ঞতা বদলে দেয় মোহাম্মদ আবুল কালামের জীবন।
স্বপ্নভঙ্গের পরও দমে যাননি তিনি। বরং নবাবের নির্দেশকে জীবনের ব্রত হিসেবে নিয়ে, শুরু করেন এক দীর্ঘ সাধনা। একটানা ৯ বছর ধরে মনের মতো করে তৈরি করেন এক বিশেষ মুকুট। ৭ সের বা প্রায় ৫.৫ কেজি ওজনের এই মুকুট আজও তার মাথায়।
আর শুধু তৈরি করেই থেমে যাননি—গত ৫১ বছর ধরে নিয়মিতভাবে ব্যবহার করে আসছেন সেই মুকুট। আশ্চর্য হলেও সত্য, এত ভারী মুকুট নিয়মিত ব্যবহারেও তার মাথা বা ঘাড়ে কোনও ব্যথা হয় না। বরং তিনি বলেন, “এই মুকুট পরে আমি গর্ব বোধ করি। এটা শুধু অলংকার নয়, এটা আমার দায়িত্বের প্রতীক।”
শহরের মানুষও তাকে চিনে আলাদা করে—মোহাম্মদ আবুল কালাম নয়, সবার মুখে মুখে তিনি এখন ‘নবাব’। চলাফেরা, পোশাক, ব্যবহার—সবকিছুতেই যেন এক নবাবি ছাপ।
তার জীবনগল্প আজও অনুপ্রেরণা দেয় যে, একটিমাত্র স্বপ্ন কিভাবে কাউকে গড়ে তুলতে পারে এক জীবন্ত কিংবদন্তিতে।





















