শাহআলী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ঢাকা–১৪ আসনে সানজিদা ইসলাম তুলির নির্বাচনী প্রচারণা

শাহআলী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ঢাকা–১৪ আসনে সানজিদা ইসলাম তুলির নির্বাচনী প্রচারণ
ঢাকা–১৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী সানজিদা ইসলাম তুলির নির্বাচনী প্রচারণা জোরদারভাবে চলছে। শাহআলী থানা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে অনুষ্ঠিত হয় এক প্রাণবন্ত প্রচার অভিযান।
এ নির্বাচনী প্রচারণায় নেতৃত্ব দেন শাহআলী থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক জনাব মোতালেব ভুইয়া। তার সঙ্গে উপস্থিত ছিলেন ৯৩ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের নেতা উজ্জল শেখ বিশালসহ স্থানীয় দলীয় নেতাকর্মীরা।
প্রচারণায় সানজিদা ইসলাম তুলির পক্ষে এলাকাবাসীর কাছে ধানের শীষে ভোট চাওয়া হয়। স্বেচ্ছাসেবক দলের নেতারা বলেন,
“দেশে গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে ধানের শীষের প্রার্থী সানজিদা ইসলাম তুলির বিজয় অত্যন্ত জরুরি।”
প্রচারণা চলাকালে বিপুল সংখ্যক কর্মী ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। বিভিন্ন মোড়ে মাইকিং, লিফলেট বিতরণ ও পথসভায় অংশ নিয়ে তারা তুলির পক্ষে ব্যাপক গণজোয়ার সৃষ্টি করেন।
স্থানীয় বাসিন্দারা জানান, শাহআলী থানার বিভিন্ন ওয়ার্ডে বিএনপির এই নির্বাচনী প্রচারণা প্রাণবন্ত ও শান্তিপূর্ণভাবে চলছে। আগামী নির্বাচনে সানজিদা ইসলাম তুলির পক্ষে তরুণদের উৎসাহও লক্ষ্য করা যাচ্ছে।












