পদোন্নতি পেলেন লোহাগড়া সরকারি আদর্শ কলেজের ১৫ শিক্ষক

সহকারী অধ্যাপক (৬ষ্ট গ্রেড) পদে পদোন্নতি পেয়েছেন নড়াইলের লোহাগড়া সরকারি আদর্শ কলেজের ১৫ জন শিক্ষক। ২০ নভেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিভাগের সরকারি কলেজ -১ অধিশাখার উপ-সচিব মোঃ আঃ কুদ্ দূূস স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই পদোন্নতির বিষয়টি জানানো হয়।
সদ্য পদোন্নতিপ্রাপ্ত সহকারী অধ্যাপকগণদের রোববার (২৩ নভেম্বর) দুপুরে লোহাগড়া সরকারি আদর্শ কলেজ শিক্ষক পরিষদ মিলনায়তনে লোহাগড়া সরকারি আদর্শ কলেজ শিক্ষক পরিষদের আয়োজনে ফুল দিয়ে বরণ করে নেন লোহাগড়া সরকারি আদর্শ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কামরুননাহার লিনা।
এসময় লোহাগড়া সরকারি আদর্শ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কামরুননাহার লিনা, শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক পীযুষ কান্তি রায়, যুগ্ম সম্পাদক আবুল বাসার সুমনসহ পদোন্নতি পাওয়া সহকারী অধ্যাপকগণ উপস্থিত ছিলেন।
পদোন্নতিপ্রাপ্ত শিক্ষকদের স্বাগত জানিয়ে লোহাগড়া সরকারি আদর্শ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কামরুননাহার লিনা বলেন, সহকারী অধ্যাপক পদে পদোন্নতি হয়েছে এটা জেনে আমি অত্যন্ত আনন্দিত। নতুন এই পদে পদায়নের মধ্য দিয়ে নতুন উদ্যোমে কলেজ এগিয়ে যাবে এই প্রত্যাশা ব্যক্ত করেন।
পদোন্নতিপ্রাপ্ত শিক্ষকগণ হলেন- বাংলা বিভাগের মোঃ আব্দুল্লাহ আল মামুন, পিযুষ কান্তি রায়, রাষ্ট্রবিঞ্জান বিভাগের বাধন কুমার ঘোষ, মোঃ খায়রুজ্জামান, ইসলামী শিক্ষা বিভাগের মুহা. খায়রুজ্জামান, ইস. ইতিহাস বিভাগের শাহানা সুলতানা, ইতিহাস বিভাগের মোঃ নুরুজ্জামান, ভূগোল বিভাগের মরিয়ম বেগম, মার্কেটিং বিভাগের খাঁন আমিরুল ইসলাম, মোঃ ইরাদৎ হোসেন, মনেবিঞ্জান বিভাগের সুরধনী অধিকারী, হিসাববিঞ্জান বিভাগের কাজী সোহেল রানা, সমাজকল্যাণ বিভাগের মোসা. মাওয়ারা খানম, সমাজবিঞ্জান বিভাগের এম.এম তরিকুল আলম, তাপসী হাজরা।





















