রাজধানীর কড়াইল বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ড: ১৬টি ইউনিটের চেষ্টায়ও নিয়ন্ত্রণে আনা যায়নি আগুন

রাজধানীর কড়াইল বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় মুহূর্তের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে স্থানীয় বাসিন্দাদের মধ্যে। বুধবার সন্ধ্যার দিকে হঠাৎ করে অগ্নিকাণ্ডের সূত্রপাত হলে আগুন দ্রুত চারদিকে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১৬টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করলেও দীর্ঘ সময় চেষ্টা চালিয়েও আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি।
ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, বস্তির ঘরগুলো টিনশেড ও ঘনবসতিপূর্ণ হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং নিয়ন্ত্রণে জটিলতা তৈরি হয়। এছাড়া সরু রাস্তা ও পানির উৎসে সীমিত প্রবেশাধিকারের কারণে আগুন নেভানোর কাজে বিঘ্ন সৃষ্টি হয়।
অগ্নিকাণ্ডের খবর পেয়ে স্থানীয় মানুষজন ঘরবাড়ি থেকে নিজের সামান্য সম্পদগুলো রক্ষার জন্য ছুটোছুটি শুরু করেন। বহু পরিবার মুহূর্তেই সব হারিয়ে নিঃস্ব হয়ে পড়ে। ঘটনাস্থলে এখনও ধোঁয়া ও আগুনের তাপের কারণে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসকে হিমশিম খেতে হচ্ছে।
প্রাথমিকভাবে আগুনের সূত্রপাত বিষয়ে কিছু জানা না গেলেও তদন্তের পর সঠিক কারণ জানা যাবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। এখন পর্যন্ত হতাহত বা ক্ষয়ক্ষতির পরিমাণ আনুষ্ঠানিকভাবে জানা যায়নি।
পরিস্থিতি মোকাবিলায় পুলিশ, র্যাব ও স্থানীয় স্বেচ্ছাসেবক দল ঘটনাস্থলে উদ্ধারকাজে সহযোগিতা করছে।




















