ঢাকা ০৬:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
জনকল্যাণমূখী রাষ্ট্র গঠনে আদর্শভিত্তিক রাজনীতির বিকল্প নেই বিএনপি নেতাকে হাতুড়িপেটা করল জামায়াত নেতা নিজেকে ও দেশকে এগিয়ে নিতে বললেন জেলা প্রশাসক -আফিয়া আখতার ফুলবাড়ীতে আইন শৃঙ্খলা ও টাস্ক ফোর্স কমিটির সভা অনুষ্ঠিত  সিরাজগঞ্জের  উল্লাপাড়ায় পঞ্চক্রোশী ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবন নির্মাণের দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত উল্লাপাড়ায় পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে আনন্দ শোভাযাত্রা ক্ষতিপূরণ পাচ্ছে না বড়পুকুরিয়া কয়লাখনি এলাকার ক্ষতিগ্রস্তরা আরেফিন কামরুল নামের এসএসসি পরীক্ষার্থীকে অপহরণের অভিযোগ শারীরিক ব্যায়াম বা শরীরচর্চার কার্যক্রম শারীরিক সুস্থতা বৃদ্ধি করে ফুলবাড়ী থানায় ৫২ লক্ষ টাকার মাদকদ্রব্য ধ্বংস

নিমতলা মোড়ে নিমগাছ লাগিয়ে বৃক্ষরোপণ কর্মসূচীর উদ্বোধন

মোঃ আশরাফুল আলম, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার প্রাণকেন্দ্র নিমতলা মোড়ে নিমগাছ লাগিয়ে বৃক্ষরোপণ কর্মসূচীর উদ্বোধন করেছেন পৌরমেয়র আলহাজ্ব মাহমুদ আলম লিটন। শুক্রবার বিকেল ৫টায় দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের ফুলবাড়ী পৌর এলাকার নিমতলা মোড়ে এ উদ্বোধন করা হয়। বৃক্ষরোপণ কর্মসূচীর আওতায় আগামী দুইমাস পৌর এলাকার বিভিন্ন সড়কে প্রায় ১২শ গাছ লাগানো হবে।

নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী ঐতিহ্য ফিরিয়ে আনতে ফুলবাড়ী পৌর শহরকে ফুলের রাজ্য হিসেবে গড়ে তুলতে পৌর এলাকার বিভিন্ন সড়কে নানান প্রজাতির ফুল, বনজ ও ঔষধি গাছ রোপণ করেছেন। সেইসব গাছ এখন ফুলে ফুলে ছেয়ে গেছে। নিমতলা মোড়ে এক সময় নিমগাছ থাকলেও কালের আবর্তে হারিয়ে গেছে। সেই হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে স্থানীয় শিক্ষার্থী শাকিল আহমেদের উদ্যোগে ও পৌর প্রশাসনের সহযোগিতায় সড়কের দুইপাশে কয়েকটি নিমগাছ রোপণ করা হয়।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পৌর নিবার্হী প্রকৌশলী লুৎফুল হুদা চৌধুরী, ফুলবাড়ী দোকান-কর্মচারী ইউনিয়নের সভাপতি হামিদুল হক, ফুলবাড়ী প্রেসক্লাবের সদস্য আশরাফ পারভেজসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।