মোহাম্মদপুরে ছাত্রদল নেতার হাত-পা বাঁধা লাশ উদ্ধার

রাজধানীর মোহাম্মদপুর থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সাব্বির আহমেদকে হাত-পা বাঁধা অবস্থায় মৃত অবস্থায় পাওয়া গেছে। মঙ্গলবার (১১ নভেম্বর) সকালে এ ঘটনা ঘটে।
মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজি রফিক জানান, সকাল ৯টার দিকে কয়েকজন যুবক একটি লাশ নিয়ে আসে। লাশটি ঝুলন্ত (হ্যাংগিং) অবস্থায় ছিল বলে প্রাথমিকভাবে জানা যায়। তার দুই হাতে দাগের চিহ্নও পাওয়া গেছে। পরে লাশটি সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
এদিকে, ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সাধারণ সম্পাদক আকরাম আহমেদ জানান, সাব্বির আহমেদের হাত-পা বাঁধা অবস্থায় লাশ উদ্ধার করা হয়েছে। খবর পেয়ে আমরা দ্রুত সোহরাওয়ার্দী হাসপাতালের জরুরি বিভাগে পৌঁছাই।
পুলিশ বলছে, ঘটনার রহস্য উদ্ঘাটনে তদন্ত চলছে। প্রাথমিকভাবে এটি হত্যা নাকি আত্মহত্যা, তা নিশ্চিত হওয়া যায়নি।
উল্লেখ্য, সাব্বির আহমেদ মোহাম্মদপুর থানা ছাত্রদলের সক্রিয় ও একনিষ্ঠ কর্মী ছিলেন এবং দলীয় নানা কার্যক্রমে নিয়মিত অংশ নিতেন।

















