রাজবাড়ী কালুখালী প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন


রাজবাড়ী জেলার কালুখালীতে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে কালুখালী প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এতে আহ্বায়ক হিসেবে লেখক ও কলামিস্ট মোঃ কায়সার আলী এবং সদস্য সচিব হিসেবে দৈনিক সংগ্রাম পত্রিকার কালুখালী উপজেলা প্রতিনিধি মোঃ আবু সাঈদ মোল্লা নিলু নির্বাচিত হয়েছেন।
গত রোববার সন্ধ্যায় প্রেসক্লাবের হলরুমে আয়োজিত সভায় প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ আব্দুস সালাম এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে কালুখালী উপজেলায় কর্মরত ১৮ জন সাংবাদিকের উপস্থিতিতে সর্বসম্মতিক্রমে এই আহ্বায়ক কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন:
লেখক ও সাহিত্যিক মোহাম্মদ আলম
দৈনিক আমার দেশ প্রতিনিধি মুহাম্মদ ফজলুল হক,দৈনিক নয়াদিগন্ত প্রতিনিধি মোখলেছুর রহমান,দৈনিক আমার সংবাদ প্রতিনিধি রাকিবুল ইসলাম,দৈনিক নাগরিক কণ্ঠ প্রতিনিধি আবু বকর সিদ্দিক বাবু মোল্লা
সভায় আরও উপস্থিত ছিলেন:
দৈনিক আইন বার্তার রাজবাড়ী প্রতিনিধি আদম আলী, দৈনিক জনতার আদালত পত্রিকার কালুখালী উপজেলা প্রতিনিধি মোঃ আশিক হাসান সাগর, দৈনিক আমাদের মাতৃভূমির স্টাফ রিপোর্টার আনোয়ারুল ইসলাম(আনোয়ার) , দৈনিক বিজয় সকাল এর রাজবাড়ী প্রতিনিধি মিজানুর রহমান, দৈনিক মুসলিম টাইমসের কালুখালী প্রতিনিধি এনামুল মন্ডল, সাংবাদিক সেলিম মাহমুদ, সাংবাদিক কবির হোসেন, সাংবাদিক মিটুল হোসেন, সাংবাদিক সোহান খান ও লেখক মোঃ বাবর আলী উপস্থিত ছিলেন।
আহ্বায়ক মোঃ কায়সার আলী বলেন,
“কালুখালী উপজেলায় কর্মরত সাংবাদিকদের সমন্বয়ে প্রেসক্লাবকে দেশের মধ্যে একটি মডেল প্রেসক্লাব হিসেবে গড়ে তুলতে চাই। সাংবাদিকরা সমাজের দর্পণ, সেই অবস্থানকে সম্মানের জায়গায় নিতে আমরা সকলে মিলে কাজ করবো। প্রয়োজনীয় সংস্কার শেষে খুব দ্রুত পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে।